অন্তঃসত্ত্বা স্ত্রী নিহত : স্বামী রিমান্ডে !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪৩:৪১ পূর্বাহ্ণ, রবিবার, ১৪ মে ২০১৭
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর খিলগাঁও এলাকায় মাহমুদা আক্তার মুন্নি (২২) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূ নিহতের ঘটনায় স্বামী সাইফুল আল মামুনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গতকাল শনিবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাজ্জাদুর রহমান রিমান্ডের আদেশ দেন।
এর আগে মামুনকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত রহস্য উদঘাটনের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম।

সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান বিষয়টি জানিয়েছেন।
খিলগাঁও থানা পুলিশ সূত্রে জানা গেছে, মুন্নির স্বামী মামুন বৃহস্পতিবার রাতে মাতাল অবস্থায় রাত ১২টার দিকে বাসায় ফেরেন। এ সময় ঘরের দরজা খুলতে মুন্নির দেরি হওয়ায় তিনি তাকে একাধিকবার মারধর করেন। মুন্নি অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা পান্থপথের স্কয়ার হাসপাতালে নিয়ে যান। সেখানে তার মৃত্যু হয়।

নিহতের চাচা ফজলুল করিম জানান, আল মামুন কিছুদিন আগে একটি হিন্দু মেয়েকে বিয়ে করেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই বাকবিতণ্ডা হতো। শুনেছি, বৃহস্পতিবার রাতে মাতাল অবস্থায় মামুন মুন্নিকে খুব মারধর করে।

নিহত মাহমুদা আক্তার মুন্নি লক্ষ্মীপুরের পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল করিমের মেয়ে। তিনি তার স্বামীর সঙ্গে খিলগাঁও এলাকার দক্ষিণ গোরানের ৩৪৭ নম্বর বাড়িতে থাকতেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অন্তঃসত্ত্বা স্ত্রী নিহত : স্বামী রিমান্ডে !

আপডেট সময় : ১১:৪৩:৪১ পূর্বাহ্ণ, রবিবার, ১৪ মে ২০১৭

নিউজ ডেস্ক:

রাজধানীর খিলগাঁও এলাকায় মাহমুদা আক্তার মুন্নি (২২) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূ নিহতের ঘটনায় স্বামী সাইফুল আল মামুনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গতকাল শনিবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাজ্জাদুর রহমান রিমান্ডের আদেশ দেন।
এর আগে মামুনকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত রহস্য উদঘাটনের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম।

সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান বিষয়টি জানিয়েছেন।
খিলগাঁও থানা পুলিশ সূত্রে জানা গেছে, মুন্নির স্বামী মামুন বৃহস্পতিবার রাতে মাতাল অবস্থায় রাত ১২টার দিকে বাসায় ফেরেন। এ সময় ঘরের দরজা খুলতে মুন্নির দেরি হওয়ায় তিনি তাকে একাধিকবার মারধর করেন। মুন্নি অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা পান্থপথের স্কয়ার হাসপাতালে নিয়ে যান। সেখানে তার মৃত্যু হয়।

নিহতের চাচা ফজলুল করিম জানান, আল মামুন কিছুদিন আগে একটি হিন্দু মেয়েকে বিয়ে করেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই বাকবিতণ্ডা হতো। শুনেছি, বৃহস্পতিবার রাতে মাতাল অবস্থায় মামুন মুন্নিকে খুব মারধর করে।

নিহত মাহমুদা আক্তার মুন্নি লক্ষ্মীপুরের পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল করিমের মেয়ে। তিনি তার স্বামীর সঙ্গে খিলগাঁও এলাকার দক্ষিণ গোরানের ৩৪৭ নম্বর বাড়িতে থাকতেন।