নিউজ ডেস্ক:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, এই বিজয় আমার একার নয়, এই বিজয় আমার দল আওয়ামী লীগের। এই বিজয় নৌকার।
এই বিজয় নারায়ণগঞ্জবাসীর।বৃহস্পতিবার রাতে নির্বাচনের বেসরকারি ফল ঘোষণার পর আইভী সাংবাদিকদের দেওয়া এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন।
আইভী বলেন, এই বিজয় দলের সেসব নেতাকর্মীর, যারা দিনরাত আমার জন্য কষ্ট করেছেন। এই জয় আমি সব মুক্তিযোদ্ধাকে উৎসর্গ করছি।
আইভী বলেন, সবকিছুর ঊর্ধ্বে উঠে মানবসেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। আগামীতেও রাখতে চাই। নারায়ণগঞ্জবাসী সে সুযোগ দিয়েছেন, আরও দেবেন-এটাই প্রত্যাশা।
























































