সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে তিন জুয়াড়িকে এক মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার বাগবাড়ী কুঠিপাড়ার বালাদুল সেখের ছেলে মোস্তফা সেখ (২৪), সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়ার আলাউদ্দিন সেখের ছেলে শহীদ সেখ (৪০) এবং একই এলাকার আব্দুল মন্ডলের ছেলে ফরিদুল ইসলাম (৪০)। আজ বুধবার সন্ধায় উপজেলার ঝাঐল ইউনিয়ন পরিষদ চত্বরে জৈষ্ঠ্য মেলায় প্রকাশ্যে জুয়া খেলার অভিযোগে তাদের এ দন্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দিন এ দন্ড প্রদান করেন।




































