নিউজ ডেস্ক:
রাজধানীর কমলাপুরে জাকির হোসেন (৩০) নামের এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কমলাপুরের জসিমউদ্দিন রোডে টিভিএস শোরুমের সামনে ওই ব্যবসায়ীকে গুলি করা হয়। জানা গেছে, স্থানীয় শাওন ও সুমন নামের দুই ব্যক্তি পূর্ব শত্রুতার জের ধরে জাকির হোসেনকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়েন। জাকির হোসেনের বুক, পিঠ ও কানে গুলি লাগে।
জাকির হোসেন পানির ব্যবসা করেন বলে জানা গেছে।
মতিঝিল থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন।




































