সিরাজগঞ্জ প্রতিনিধিঃ খাদ্যে বিষক্রিয়ায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামান এবং নার্স জোবাইদা খাতুনের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করেছেন।
সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের কাছে এই তদন্ত প্রতিবেদন দাখিল করেন সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. শেখ মো. মনজুর রহমান।
মঙ্গলবার সকালে তদন্ত কমিটির প্রধান ও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা. উদয় নারায়ণ মোহন্ত এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও নার্সরা হেড ক্লার্ক আলমগীর হোসেনের বাসায় দাওয়াত খান। পরে বিকেলের দিকে ডা. মনিরুজ্জামান, নার্স জোবাইদা ও আলমগীরসহ চারজন অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাদের কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে ডা. মনিরুজ্জামান এবং নার্স জোবাইদা খাতুনের মৃত্যু হয়।
এ ঘটনায় সিরাজগঞ্জ সিভিল সার্জন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। এই তদন্ত কমিটি তাদের তদন্ত প্রতিবেদন গত ৩০ এপ্রিল সিভিল সার্জন বরাবর দাখিল করেন। সিভিল সার্জন সোমবার সন্ধ্যায় তদন্ত প্রতিবেদনটি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের কাছে দাখিল করেন।
তদন্ত কমিটির প্রধান ও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা. উদয় নারায়ণ মোহন্ত বলেন, সিভিল সার্জনের নির্দেশে আমরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। ডা. মনিরুজ্জমান ও নার্স জোবাইদা খাতুনকে বাঁচাতে চিকিৎসকরা সব ধরনের চেষ্টা করেছেন। তাদের কোনো গাফিলতি ছিল না। যে খাদ্য খেয়ে চিকিৎসক ও নার্সের মৃত্যু হয়েছে তা পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজের ফরেন্সি বিভাগে পাঠানো হয়েছে। সেই রিপোর্টটি হাতে পেলেই মৃত্যুর কারণ উদঘাটন হবে।