সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে চান্দু প্রামানিক (৬৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ৯টায় উল্লাপাড়া পৌর এলাকার ঘোষগাঁতী আদর্শ গ্রাম থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত চান্দু প্রামানিক ঘোষগাঁতী আদর্শ গ্রামের মৃত আদু প্রামানিকের ছেলে ও গরুর ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে বাড়ীর পাশের একটি আমগাছের সাথে চান্দু প্রামানিকের মৃতদেহ পড়তে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) মহোশীন আলী এ তথ্য নিশ্চিত করে জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্ততি চলছে।


































