পুষ্পা হত্যায় গ্রেপ্তার ১, শিশু উদ্ধার !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:২৫:১৫ অপরাহ্ণ, বুধবার, ২৬ এপ্রিল ২০১৭
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর উত্তরায় আবাসিক হোটেলে পুষ্পা রানি হত্যায় অভিযুক্ত লিটনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর কমলাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে পুষ্পার মেয়ে মনিষাকে উদ্ধার করা হয়।

মনিষা উদ্ধার ও লিটনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান। এ বিষয়ে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

গত ১৮ এপ্রিল উত্তরায় নীলা আবাসিক হোটেলের ৪১৪ নম্বর কক্ষ থেকে পুষ্প রানির গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। পুষ্পের স্বামী পরিচয় দিয়ে ওই হোটেলের কক্ষ ভাড়া নেন দুর্জয়। রাতে পুষ্পকে হত্যা করে শিশু মনিষাকে নিয়ে হোটেল থেকে পালিয় যান দুর্জয়। এ ঘটনায় উত্তরা-পশ্চিম থানায় হত্যা ও অপহরণ মামলা করে পুষ্পার পরিবার। পরে ডিবি পুলিশ ঘটনার ছায়াতদন্ত শুরু করে। তদন্তে পুলিশ জানতে পারে দুর্জয়ের আসল নাম লিটন। এরপর লিটনকে গ্রেপ্তার ও শিশুটিকে উদ্ধার করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুষ্পা হত্যায় গ্রেপ্তার ১, শিশু উদ্ধার !

আপডেট সময় : ০৬:২৫:১৫ অপরাহ্ণ, বুধবার, ২৬ এপ্রিল ২০১৭

নিউজ ডেস্ক:

রাজধানীর উত্তরায় আবাসিক হোটেলে পুষ্পা রানি হত্যায় অভিযুক্ত লিটনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর কমলাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে পুষ্পার মেয়ে মনিষাকে উদ্ধার করা হয়।

মনিষা উদ্ধার ও লিটনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান। এ বিষয়ে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

গত ১৮ এপ্রিল উত্তরায় নীলা আবাসিক হোটেলের ৪১৪ নম্বর কক্ষ থেকে পুষ্প রানির গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। পুষ্পের স্বামী পরিচয় দিয়ে ওই হোটেলের কক্ষ ভাড়া নেন দুর্জয়। রাতে পুষ্পকে হত্যা করে শিশু মনিষাকে নিয়ে হোটেল থেকে পালিয় যান দুর্জয়। এ ঘটনায় উত্তরা-পশ্চিম থানায় হত্যা ও অপহরণ মামলা করে পুষ্পার পরিবার। পরে ডিবি পুলিশ ঘটনার ছায়াতদন্ত শুরু করে। তদন্তে পুলিশ জানতে পারে দুর্জয়ের আসল নাম লিটন। এরপর লিটনকে গ্রেপ্তার ও শিশুটিকে উদ্ধার করা হয়।