যৌন হয়রানির দায়ে বৃদ্ধের ৭ বছর কারাদণ্ড !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২১:৩০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭
  • ৭৫৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর মানিকনগর মডেল স্কুলের ছাত্রীদের যৌন হয়রানি করার দায়ে মো. সেলিম (৬০) নামের এক বৃদ্ধকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। গতকাল সোমবার ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজীনা ঈসমাইল এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডের পাশাপাশি মো. সেলিমকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থ অনাদায়ে তাকে আরো ১ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ওই ট্রাইব্যুনালের স্পেশাল পিপি আলী আসগর স্বপন বলেন, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে বিচারক রায়ের পর্যবেক্ষণে উল্লেখ করেছেন, যদিও আসামির বয়স ৬০ বছর। বর্ষা শেষে শরৎ আসলে বর্ষা একেবারেই যেমন শেষ হয়ে যায় না, তেমনই পুরুষের বয়স ৬০ বছর হলেই যৌন কামনা চরিতার্থ করার আকাঙ্ক্ষা চিরতরে শেষ হয়ে যায়, এরুপ বিশ্বাস করার কোনো কারণ নেই। সাক্ষ্য-প্রমাণে আসামি সেলিমের যৌন সুখানুভূতি লাভের আকাঙ্ক্ষা চরিতার্থ করার অভিযোগ প্রমাণিত হয়েছে।

মানিকনগর মডেল স্কুলের শিক্ষক ফেরদৌস ইসলাম ২০১৩ সালের ১০ সেপ্টেম্বর মুগদা থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় তিনি অভিযোগ করেন যে, ‘মুগদা থানাধীন, ৬/১ পূর্ব মানিকনগরের মো. সেলিম (৬০) দীর্ঘদিন ধরে ছুটির সময়ে মানিকনগর মডেল স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতেন। ওই সময় ছাত্রীরা বের হলে ভিড়ের মধ্যে তিনি ছাত্রীদের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন কামনা চরিতার্থ করে আসছিলেন। এ বিষয়ে ছাত্রীদের অভিভাবকরা অভিযোগ দিলে প্রধান শিক্ষক নিজে তা প্রত্যক্ষ করে তাকে ধরেন। মামলাটির তদন্তের পর ওই বছর ২১ সেপ্টেম্বর মুগদা থানার এসআই শফিকুল ইসলাম ট্রাইব্যুনালে চার্জশিট দাখিল করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যৌন হয়রানির দায়ে বৃদ্ধের ৭ বছর কারাদণ্ড !

আপডেট সময় : ১২:২১:৩০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭

নিউজ ডেস্ক:

রাজধানীর মানিকনগর মডেল স্কুলের ছাত্রীদের যৌন হয়রানি করার দায়ে মো. সেলিম (৬০) নামের এক বৃদ্ধকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। গতকাল সোমবার ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজীনা ঈসমাইল এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডের পাশাপাশি মো. সেলিমকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থ অনাদায়ে তাকে আরো ১ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ওই ট্রাইব্যুনালের স্পেশাল পিপি আলী আসগর স্বপন বলেন, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে বিচারক রায়ের পর্যবেক্ষণে উল্লেখ করেছেন, যদিও আসামির বয়স ৬০ বছর। বর্ষা শেষে শরৎ আসলে বর্ষা একেবারেই যেমন শেষ হয়ে যায় না, তেমনই পুরুষের বয়স ৬০ বছর হলেই যৌন কামনা চরিতার্থ করার আকাঙ্ক্ষা চিরতরে শেষ হয়ে যায়, এরুপ বিশ্বাস করার কোনো কারণ নেই। সাক্ষ্য-প্রমাণে আসামি সেলিমের যৌন সুখানুভূতি লাভের আকাঙ্ক্ষা চরিতার্থ করার অভিযোগ প্রমাণিত হয়েছে।

মানিকনগর মডেল স্কুলের শিক্ষক ফেরদৌস ইসলাম ২০১৩ সালের ১০ সেপ্টেম্বর মুগদা থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় তিনি অভিযোগ করেন যে, ‘মুগদা থানাধীন, ৬/১ পূর্ব মানিকনগরের মো. সেলিম (৬০) দীর্ঘদিন ধরে ছুটির সময়ে মানিকনগর মডেল স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতেন। ওই সময় ছাত্রীরা বের হলে ভিড়ের মধ্যে তিনি ছাত্রীদের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন কামনা চরিতার্থ করে আসছিলেন। এ বিষয়ে ছাত্রীদের অভিভাবকরা অভিযোগ দিলে প্রধান শিক্ষক নিজে তা প্রত্যক্ষ করে তাকে ধরেন। মামলাটির তদন্তের পর ওই বছর ২১ সেপ্টেম্বর মুগদা থানার এসআই শফিকুল ইসলাম ট্রাইব্যুনালে চার্জশিট দাখিল করেন।