কিমকে ক্ষমতাচ্যুত করতে বিন লাদেনকে হত্যাকারী মার্কিন নেভি সিল টিম !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৪৪:০৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭
  • ৭৭০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যায় ২০১১ সালে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যে বিশেষ দলটি অভিযান চালিয়েছিল, সেই সিল টিমের আরেকটি গ্রুপ এবার যাবে উত্তর কোরিয়ায়। পিয়ংইয়ংয়ের একনায়ক কিম জং উনকে ক্ষমতাচ্যুত করতে তারা দক্ষিণ কোরিয়ায় যৌথ সামরিক মহড়া চালাবে বলে জানা গেছে।

এ ব্যাপারে গতকাল বুধবার দক্ষিণ কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, জং উনকে সরাতে সিল টিম সিক্স নামে পরিচিত স্পেশাল ওয়ারফেয়ার ডেভেলপমেন্ট গ্রুপ তাদের দেশে সামরিক মহড়া চালাবে। এছাড়া কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ দেশটির এক সেনা কর্মকর্তার পরিচয় গোপন রেখে তাঁর বরাত দিয়ে জানায়, যুক্তরাষ্ট্রের একটি বিশেষ বাহিনী এ বছর ফোল ঈগল ও কি রিজলভ শীর্ষক সামরিক অনুশীলন করবে। এ বাহিনীতে একটা বড় অঙ্কের সদস্য থাকছে। তারা উত্তর কোরিয়ায় অনুপ্রবেশ করে জং উনকে ক্ষমতাচ্যুত করা এবং দেশটির গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস করার মহড়া চালাবে।

এদিকে, দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে গত মাসে সেখানে পৌঁছায় পরমাণু হামলায় সক্ষম বিমানবাহী এক মার্কিন রণতরি। গতকাল সেখানে আরেকটি রণতরি পৌঁছানোর কথা। বিমানবাহী রণতরি ইউএসএস কার্ল ভিনসনের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর বিশেষ ইউনিট ডেল্টা ফোর্সও রয়েছে। ডেল্টা ফোর্স সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনায় একটি বিশেষায়িত বাহিনী।

ইয়োনহাপের দাবি, জং উনকে উৎখাতের পরিকল্পনার অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ায় জড়ো হয়েছে এসব মার্কিন রণতরি। দক্ষিণ কোরিয়ার এসব খবর প্রকাশের ঠিক আগের দিন মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটে লেখেন, চীন সাহায্য না করলে তাঁর দেশ একাই কোরিয়া সংকটের সমাধান করবে।

সূত্র : ডেইলি মেইল

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কিমকে ক্ষমতাচ্যুত করতে বিন লাদেনকে হত্যাকারী মার্কিন নেভি সিল টিম !

আপডেট সময় : ০১:৪৪:০৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭

নিউজ ডেস্ক:

আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যায় ২০১১ সালে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যে বিশেষ দলটি অভিযান চালিয়েছিল, সেই সিল টিমের আরেকটি গ্রুপ এবার যাবে উত্তর কোরিয়ায়। পিয়ংইয়ংয়ের একনায়ক কিম জং উনকে ক্ষমতাচ্যুত করতে তারা দক্ষিণ কোরিয়ায় যৌথ সামরিক মহড়া চালাবে বলে জানা গেছে।

এ ব্যাপারে গতকাল বুধবার দক্ষিণ কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, জং উনকে সরাতে সিল টিম সিক্স নামে পরিচিত স্পেশাল ওয়ারফেয়ার ডেভেলপমেন্ট গ্রুপ তাদের দেশে সামরিক মহড়া চালাবে। এছাড়া কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ দেশটির এক সেনা কর্মকর্তার পরিচয় গোপন রেখে তাঁর বরাত দিয়ে জানায়, যুক্তরাষ্ট্রের একটি বিশেষ বাহিনী এ বছর ফোল ঈগল ও কি রিজলভ শীর্ষক সামরিক অনুশীলন করবে। এ বাহিনীতে একটা বড় অঙ্কের সদস্য থাকছে। তারা উত্তর কোরিয়ায় অনুপ্রবেশ করে জং উনকে ক্ষমতাচ্যুত করা এবং দেশটির গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস করার মহড়া চালাবে।

এদিকে, দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে গত মাসে সেখানে পৌঁছায় পরমাণু হামলায় সক্ষম বিমানবাহী এক মার্কিন রণতরি। গতকাল সেখানে আরেকটি রণতরি পৌঁছানোর কথা। বিমানবাহী রণতরি ইউএসএস কার্ল ভিনসনের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর বিশেষ ইউনিট ডেল্টা ফোর্সও রয়েছে। ডেল্টা ফোর্স সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনায় একটি বিশেষায়িত বাহিনী।

ইয়োনহাপের দাবি, জং উনকে উৎখাতের পরিকল্পনার অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ায় জড়ো হয়েছে এসব মার্কিন রণতরি। দক্ষিণ কোরিয়ার এসব খবর প্রকাশের ঠিক আগের দিন মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটে লেখেন, চীন সাহায্য না করলে তাঁর দেশ একাই কোরিয়া সংকটের সমাধান করবে।

সূত্র : ডেইলি মেইল