প্রাণের শক্তি বাড়ায় বই, বই পড়ে মানুষ হই’-স্লোগানে পথচলা প্যাপিরাস পাঠাগারের নির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ চাঁদ টাওয়ারের অবস্থিত পাঠাগার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
পাঠাগারের সাধারণ সম্পাদক আইরিন সুলতানা লিমার সভাপতিত্বে ও উপ-সভাপতি ফেরারী প্রিন্সের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা অ্যাডভোকেট মাহমুদ হাসান কবির, মোহাম্মদ শাহ আলম, দিলীপ কুমার ঘোষ, প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি, প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপন ও সদস্য নাজমুল ইসলাম।
সভাপতি অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি বলেন, যুব সমাজকে বইমুখী করতে এই পাঠাগারের যাত্রা শুরু হয়েছে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আশা করি আমরা তা বাস্তবায়ন করতে পারবো। এই পাঠাগারে এসে বই পড়ে যদি সমাজের একজন মানুষও আলোকিত হয় তবেই আমাদের পরিশ্রম সার্থক হবে।
সাধারণ সম্পাদক আইরিন সুলতানা লিমা বলেন, বই হচ্ছে মনের হাসপাতাল। মানুষের মনের সকল অসুস্থতা কাটাতে বই ঔষধের মতো ভূমিকা পালন করে।
সভায় পাঠাগারের উন্নয়ন ও অগ্রগতির জন্যে নানা প্রদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।