শিরোনাম :
Logo প্যাপিরাস পাঠাগারের নির্বাহী পরিষদের পরিচিতি সভা Logo সাংবাদিকতায় দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করলেন সাইদ হোসেন অপু চৌধুরী চাঁদপুর প্রতিনিধি Logo সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামে জাপান যাচ্ছেন খুবির ৭ কৃতী শিক্ষার্থী Logo বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় কয়রায় দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ Logo সিরাজগঞ্জে এইচএসসি ও আলিমে সাত প্রতিষ্ঠানের শিক্ষার্থী শতভাগ ফেল Logo পরিবারে ন্যায়বিচার ও সন্তানের অধিকার ইসলাম, সমাজ ও রাষ্ট্রীয় দায়িত্ব — তৌফিক সুলতান Logo শ্যামনগরে ৪৫ কেজি হরিণের মাংস ও ১২টি পা জব্দ করেছে কোস্ট গার্ড Logo খুবিতে জুলাই বিপ্লব বিরোধীদের তথ্য সংগ্রহে তদন্ত কমিটি গঠন Logo চাঁদপুরে ইসলামী আন্দোলনের বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত  পিআর নিয়ে কোনোপ্রকার টালবাহানা দেশের মানুষ বরদাশত করবে না -মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম Logo বাবুরহাটে গোলাপ ফুলের সমর্থনে জাকের পার্টির “জনসভা ও র‍্যালী”

সাংবাদিকতায় দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করলেন সাইদ হোসেন অপু চৌধুরী চাঁদপুর প্রতিনিধি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:০০:৩১ অপরাহ্ণ, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ৭০৬ বার পড়া হয়েছে

চাঁদপুর প্রেসক্লাব ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সাংবাদিকতা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদ গ্রহণ করেছেন সাংবাদিক সাইদ হোসেন অপু চৌধুরী।

সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য ব্যবহারিক নীতিশাস্ত্র, সর্বমুখী সাংবাদিকতা ও এআই টুলসের ব্যবহার” শীর্ষক এ প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করেন চাঁদপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ।

শনিবার (১৮ অক্টোবর) দিনব্যাপী চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করতে দেখা যায়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ এবং চাঁদপুর প্রেসক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় সাংবাদিকতার নৈতিকতা, সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল সংবাদ পরিবেশন, ডিজিটাল নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে সংবাদ প্রস্তুতির আধুনিক কৌশলসহ সর্বমুখী সাংবাদিকতার বিভিন্ন দিক আলোচনা করা হয়।

প্রশিক্ষকরা অংশগ্রহণকারীদের হাতে-কলমে শেখান কীভাবে এআই টুলস, যেমন কনটেন্ট যাচাই ও বিশ্লেষণ-অ্যাপ, ফ্যাক্ট-চেকিং সফটওয়্যার এবং ডেটা-ভিত্তিক প্রতিবেদনের নতুন কৌশল কাজে লাগানো যায়।

বিশেষজ্ঞরা বলেন, সাংবাদিকতার বিশ্ব এখন দ্রুত বদলাচ্ছে। তাই সংবাদকর্মীদের শুধু সংবাদ সংগ্রহ নয়, প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কে গভীর জ্ঞান অর্জন জরুরি। একই সঙ্গে সাংবাদিকদের মধ্যে বিশ্বাসযোগ্যতা ও নৈতিকতা বজায় রাখা সময়ের দাবি।

সনদপ্রাপ্ত প্রশিক্ষণার্থী সাইদ হোসেন অপু চৌধুরী বলেন, “এই প্রশিক্ষণ আমার সাংবাদিকতা জীবনের জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও এআই টুলস ব্যবহারে নৈতিকতা ও দায়িত্ববোধ কতটা গুরুত্বপূর্ণ, তা এখানেই বাস্তবভাবে শিখেছি। আমি ভবিষ্যতে এই জ্ঞান কাজে লাগিয়ে আরও পেশাদার ও দায়িত্বশীলভাবে কাজ করতে চাই।”

তিনি আরও জানান, সাংবাদিকদের মধ্যে প্রযুক্তি-জ্ঞান ও নীতিশাস্ত্রের সমন্বয়ই আগামী দিনের শক্তিশালী সাংবাদিকতার ভিত্তি গড়ে তুলবে।

অনুষ্ঠানের শেষপর্বে অতিথিরা অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন এবং সাংবাদিকতার মানোন্নয়নে নিয়মিত এমন প্রশিক্ষণ আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সাংবাদিক সাইদ হোসেন অপু চৌধুরীর মতে, “এই সনদ কেবল প্রশিক্ষণের স্বীকৃতি নয়, বরং দায়িত্বশীল সাংবাদিকতার পথে একটি নতুন অনুপ্রেরণা।”

তিনি দৈনিক বাংলাদেশের আলো’ দি ডেইলি স্টেট পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি। এছাড়াও তিনি চাঁদপুরে স্থানীয় দৈনিক চাঁদপুর খবর পত্রিকার চীফ রিপোর্টার, মাঠ পর্যায়ে সাংবাদিকদের সংগঠন চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এবং শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল প্রিয় চাঁদপুর, প্রিয় সময়, নীলকন্ঠ এবং আলোকিত সারাদেশ এর সাথে সম্পৃক্ত হয়ে দীর্ঘদিন ধরে প্রশংসার সাথে কাজ করে যাচ্ছেন। তিনি সকলের দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্যাপিরাস পাঠাগারের নির্বাহী পরিষদের পরিচিতি সভা

সাংবাদিকতায় দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করলেন সাইদ হোসেন অপু চৌধুরী চাঁদপুর প্রতিনিধি

আপডেট সময় : ০৭:০০:৩১ অপরাহ্ণ, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

চাঁদপুর প্রেসক্লাব ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সাংবাদিকতা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদ গ্রহণ করেছেন সাংবাদিক সাইদ হোসেন অপু চৌধুরী।

সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য ব্যবহারিক নীতিশাস্ত্র, সর্বমুখী সাংবাদিকতা ও এআই টুলসের ব্যবহার” শীর্ষক এ প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করেন চাঁদপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ।

শনিবার (১৮ অক্টোবর) দিনব্যাপী চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করতে দেখা যায়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ এবং চাঁদপুর প্রেসক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় সাংবাদিকতার নৈতিকতা, সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল সংবাদ পরিবেশন, ডিজিটাল নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে সংবাদ প্রস্তুতির আধুনিক কৌশলসহ সর্বমুখী সাংবাদিকতার বিভিন্ন দিক আলোচনা করা হয়।

প্রশিক্ষকরা অংশগ্রহণকারীদের হাতে-কলমে শেখান কীভাবে এআই টুলস, যেমন কনটেন্ট যাচাই ও বিশ্লেষণ-অ্যাপ, ফ্যাক্ট-চেকিং সফটওয়্যার এবং ডেটা-ভিত্তিক প্রতিবেদনের নতুন কৌশল কাজে লাগানো যায়।

বিশেষজ্ঞরা বলেন, সাংবাদিকতার বিশ্ব এখন দ্রুত বদলাচ্ছে। তাই সংবাদকর্মীদের শুধু সংবাদ সংগ্রহ নয়, প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কে গভীর জ্ঞান অর্জন জরুরি। একই সঙ্গে সাংবাদিকদের মধ্যে বিশ্বাসযোগ্যতা ও নৈতিকতা বজায় রাখা সময়ের দাবি।

সনদপ্রাপ্ত প্রশিক্ষণার্থী সাইদ হোসেন অপু চৌধুরী বলেন, “এই প্রশিক্ষণ আমার সাংবাদিকতা জীবনের জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও এআই টুলস ব্যবহারে নৈতিকতা ও দায়িত্ববোধ কতটা গুরুত্বপূর্ণ, তা এখানেই বাস্তবভাবে শিখেছি। আমি ভবিষ্যতে এই জ্ঞান কাজে লাগিয়ে আরও পেশাদার ও দায়িত্বশীলভাবে কাজ করতে চাই।”

তিনি আরও জানান, সাংবাদিকদের মধ্যে প্রযুক্তি-জ্ঞান ও নীতিশাস্ত্রের সমন্বয়ই আগামী দিনের শক্তিশালী সাংবাদিকতার ভিত্তি গড়ে তুলবে।

অনুষ্ঠানের শেষপর্বে অতিথিরা অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন এবং সাংবাদিকতার মানোন্নয়নে নিয়মিত এমন প্রশিক্ষণ আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সাংবাদিক সাইদ হোসেন অপু চৌধুরীর মতে, “এই সনদ কেবল প্রশিক্ষণের স্বীকৃতি নয়, বরং দায়িত্বশীল সাংবাদিকতার পথে একটি নতুন অনুপ্রেরণা।”

তিনি দৈনিক বাংলাদেশের আলো’ দি ডেইলি স্টেট পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি। এছাড়াও তিনি চাঁদপুরে স্থানীয় দৈনিক চাঁদপুর খবর পত্রিকার চীফ রিপোর্টার, মাঠ পর্যায়ে সাংবাদিকদের সংগঠন চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এবং শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল প্রিয় চাঁদপুর, প্রিয় সময়, নীলকন্ঠ এবং আলোকিত সারাদেশ এর সাথে সম্পৃক্ত হয়ে দীর্ঘদিন ধরে প্রশংসার সাথে কাজ করে যাচ্ছেন। তিনি সকলের দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেছেন।