চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে খেলাধুলা করি সময় পার মাদক কে না বলি এই স্লোগানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর ও সুবিদপুর পূর্ব ইউনিয়ন মাদক বিরোধী প্রতিরোধ কমিটির উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত হলো
প্রীতি ফুটবল ম্যাচ।
শুক্রবার (১৭ অক্টোবর) ফরিদগঞ্জ উপজেলা সুবিদপুর পূর্ব ইউনিয়নের বাসারা হাই স্কুল মাঠে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলায় অংশগ্রহণ করে বাসারা স্পোর্টিং ক্লাবের সিনিয়র একাদশ ও জুনিয়র একাদশ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান।
বক্তব্যে তিনি বলেন, আজ মাদক আমাদের সমাজ ও দেশের সবচাইতে বড় বিশৃঙ্খলার একটি অংশ। এই মাদক সমাজ ব্যবস্থা ও ঘরে ঘরে অশান্তি সৃষ্টি করে চলেছে। মাদক নির্মূলে সমাজের প্রতিটি স্তরের মানুষ কে প্রতিবাদী হয়ে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, মাদক সেবনে মানুষের শারীরিক ও মানসিক উভয়প্রকার ক্ষতিসাধন হয়। একজন মাদকাসক্ত ব্যক্তির মস্তিষ্ক ও শ্বাসযন্ত্রের কার্যক্ষমতা দিন দিন কমতে থাকে। এসব জীবন বিধ্বংসী ক্ষতিকারক দ্রব্য সেবনের ফলে যুবসমাজের সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয় ঘটছে। এরই পরিণাম স্বরূপ ছেলেমেয়ের হাতে মা-বাবা খুন, ছিনতাই, চাঁদাবাজি, রাহাজানি এখনকার নৈমিত্তিক ঘটনা। একজন বাবা, একজন মা এবং তার পরিবারের সদস্যরা, তাদের পরিবার নিয়ে স্বপ্ন থাকে। স্বপ্ন বাস্তবায়নের জন্য চেষ্টা থাকে। সেখানে যদি দেখা যায় যে এরকম পরিস্থিতি, তখন স্বাভাবিকভাবেই তখন স্বপ্নভঙ্গের সম্ভাবনা থাকে। মাদকদ্রব্য সেবনে এই প্রতিটি ব্যক্তি নিজেরা যেমন ধ্বংস হচ্ছেন, একই সাথে তারা বিপর্যস্ত করে তুলছেন তাদের পরিবারের সদস্যদের জীবন।
সুবিদপুর পূর্ব ইউনিয়ন মাদক বিরোধী প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ মফিজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সুবিদপুর পূর্ব ইউনিয়ন মাদক বিরোধী প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক দৈনিক ইলশেপাড়ের সহকারী সম্পাদক মনির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সুবিদপুর পূর্ব ইউনিয়ন মাদক বিরোধী প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি ফারুক আহমেদ খান,সহ-সভাপতি মো. বেলায়েত হোসেন, ইয়াছিন মিজি, মো. সুমন পাটওয়ারী,যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন, মনির হোসেন মিজি, শরীফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. শামীম হোসাইন,সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মুন্সী, দপ্তর সম্পাদক
এমরান হোসেন, প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুস মিজি, ধর্ম বিষয়ক সম্পাদক মাও, পীরজাদা নাসির উদ্দিন, কার্যকরী সদস্য ফারুক মোল্লা, আব্দুর রশিদ মেম্বার, গিয়াস উদ্দিন পাটওয়ারী ও জাকির হোসেন।
খেলা শেষে অতিথিরা বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।