নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি অমর কৃষ্ণ দাস।
শনিবার (১৮ অক্টোবর) সকাল থেকে তিনি শহরের একডালা, কালিবাড়ী বাজার (আমলাপাড়া)সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
এ সময় সাধারণ মানুষের সঙ্গে আলাপকালে অমর কৃষ্ণ দাস বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বিজয় নিশ্চিত করতে হবে। এই বিজয় শুধু একজন প্রার্থীর নয়, এটি জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতীক।
প্রচারণাকালে অমর কৃষ্ণ দাসের সঙ্গে জেলা ও শহর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা হাতে ধানের শীষের প্রতীকযুক্ত লিফলেট, ব্যানার ও পোস্টার নিয়ে শহরের বিভিন্ন এলাকা ঘুরে জনসম্পৃক্ততা তৈরি করেন।
নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয় নেতার নির্দেশে ধারাবাহিকভাবে ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তারা বলেন, জনগণের মন এখন পরিবর্তনের পক্ষে, আর টুকুর নেতৃত্বেই সেই পরিবর্তন সম্ভব।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরাও প্রচারণায় আগ্রহ প্রকাশ করে জানান, দীর্ঘদিন পর এভাবে নেতাদের সরাসরি মাঠে দেখতে পাচ্ছেন তারা। অনেকেই ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করেন।
প্রচারণার পুরো সময় এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।