শিরোনাম :
Logo শ্রমবাজার সম্প্রসারণে ভিসা জটিলতা দূর করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা Logo সাতক্ষীরায় মেয়েকে তুলে নেওয়ার চেষ্টায় বাধা, মায়ের মাথা ফাটাল বখাটেরা Logo প্রতি ঘণ্টায় বাস সার্ভিস চালুর দাবিতে ‘আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোটের’ স্মারকলিপি প্রদান Logo পলাশবাড়ীর আলোচিত ২২ কোটি টাকার মন্দির প্রতিষ্ঠাতা ‘হরিদাস’ সাধু নাকি প্রতারক। Logo খুবি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ফয়সাল, সাধারণ সম্পাদক ইয়ামিন Logo পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত Logo প্রবাসীর ফলের বাগানের বেড়া ভেঙে প্রাণনাশের হুমকি পঞ্চগড়ে Logo শহিদুল আলমকে উদ্ধার করা রাষ্ট্রের দায়িত্ব: উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরা Logo বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ মুনসুর আলীর পাশে খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান Logo আসবাবপত্র লোপাটের চেষ্টাকালে জব্দ, অভিযোগের তীর যবিপ্রবির উপ রেজিস্ট্রার জাহাঙ্গীরের দিকে

জয়পুরহাটে শুরু হলো ই-লার্নিং অ্যান্ড আর্নিং ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের চতুর্থ ব্যাচ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৩০:১৯ অপরাহ্ণ, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ৭১৪ বার পড়া হয়েছে

জয়পুরহাট থেকে:

তরুণদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে জয়পুরহাটে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের চতুর্থ ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। দেশের ৪৮ জেলায় একযোগে এই কর্মসূচি চালু হওয়ার অংশ হিসেবেই রবিবার (৫ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে জয়পুরহাটের জেলা কার্যালয়ে এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনলাইন প্ল্যাটফর্ম জুম মিটিংয়ের মাধ্যমে কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। একই সময়ে জয়পুরহাটের স্থানীয় কার্যালয়ে উদ্বোধন কার্যক্রম পরিচালনা করেন ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের  কো-অর্ডিনেটর ফরহাদ হোসেন রিপন । এ সময় প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. গাজী মো. সাইফুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, বর্তমান যুগে তথ্যপ্রযুক্তি নির্ভর ফ্রিল্যান্সিং বিশ্বের অন্যতম সম্ভাবনাময় খাত। এই খাতে শিক্ষিত যুব সমাজকে দক্ষ করে গড়ে তোলা গেলে তারা কেবল নিজেরাই স্বাবলম্বী হবে না, বরং জাতীয় অর্থনীতিতেও অবদান রাখবে।

সরকারি এই উদ্যোগের মাধ্যমে দেশের প্রতিটি জেলায় দক্ষ মানবসম্পদ তৈরি, কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে তরুণদের উৎসাহিত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের যুগ্মসচিব ও প্রকল্প পরিচালক মো. মানিকহার রহমান, যুগ্মসচিব ও উপদেষ্টার একান্ত সচিব আবুল হাসান এবং ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম। এছাড়াও বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে যোগ দেন।

দীর্ঘদিন ধরে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড তরুণ সমাজকে তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ করে তুলতে প্রশংসনীয় ভূমিকা পালন করছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ উদ্যোগ ভবিষ্যতেও তরুণদের আত্মনির্ভরশীল করতে অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শ্রমবাজার সম্প্রসারণে ভিসা জটিলতা দূর করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

জয়পুরহাটে শুরু হলো ই-লার্নিং অ্যান্ড আর্নিং ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের চতুর্থ ব্যাচ

আপডেট সময় : ০৫:৩০:১৯ অপরাহ্ণ, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

জয়পুরহাট থেকে:

তরুণদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে জয়পুরহাটে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের চতুর্থ ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। দেশের ৪৮ জেলায় একযোগে এই কর্মসূচি চালু হওয়ার অংশ হিসেবেই রবিবার (৫ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে জয়পুরহাটের জেলা কার্যালয়ে এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনলাইন প্ল্যাটফর্ম জুম মিটিংয়ের মাধ্যমে কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। একই সময়ে জয়পুরহাটের স্থানীয় কার্যালয়ে উদ্বোধন কার্যক্রম পরিচালনা করেন ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের  কো-অর্ডিনেটর ফরহাদ হোসেন রিপন । এ সময় প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. গাজী মো. সাইফুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, বর্তমান যুগে তথ্যপ্রযুক্তি নির্ভর ফ্রিল্যান্সিং বিশ্বের অন্যতম সম্ভাবনাময় খাত। এই খাতে শিক্ষিত যুব সমাজকে দক্ষ করে গড়ে তোলা গেলে তারা কেবল নিজেরাই স্বাবলম্বী হবে না, বরং জাতীয় অর্থনীতিতেও অবদান রাখবে।

সরকারি এই উদ্যোগের মাধ্যমে দেশের প্রতিটি জেলায় দক্ষ মানবসম্পদ তৈরি, কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে তরুণদের উৎসাহিত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের যুগ্মসচিব ও প্রকল্প পরিচালক মো. মানিকহার রহমান, যুগ্মসচিব ও উপদেষ্টার একান্ত সচিব আবুল হাসান এবং ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম। এছাড়াও বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে যোগ দেন।

দীর্ঘদিন ধরে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড তরুণ সমাজকে তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ করে তুলতে প্রশংসনীয় ভূমিকা পালন করছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ উদ্যোগ ভবিষ্যতেও তরুণদের আত্মনির্ভরশীল করতে অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।