কয়রা(খুলনা) প্রতিনিধিঃ ফরহাদ হোসাইন
খুলনার কয়রা উপজেলায় সিপিপির প্রোগ্রামের আড়ালে আওয়ামী এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ। শুক্রুবার (৩০ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার সদরে অবস্থিত বালিকা বিদ্যালয় অডিটোরিয়ামে সিপিপির প্রোগ্রামের আয়োজন করে আওয়ামীলীগের আমলে গঠিত সিপিপির সদস্যদেরকে নিয়ে।
কিছুক্ষণ পরে বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হলে জামায়াত-বিএনপির নেতাকর্মীরা হাজির হয়ে প্রোগ্রাম বন্ধ করে উপজেলা প্রশাসনকে অবহিত করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকি ও অফিসার ইনচার্জ ইমদাদুল হক প্রশাসনিক টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।
উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌছে সিপিপির কথিত জেলা পরিচালক গোলাম মোস্তফাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।
কয়রা থানা অফিসার ইনচার্জ জনৈক ব্যক্তিকে বলেন-আপনি ছুটির দিনে আপনার হাই অথরিটির অনুমতি ব্যক্তিরেকে এবং স্থানীয় প্রশাসনকে অবহিত না করে কিভাবে প্রোগ্রামের আয়োজন করেছেন,? জবাবে জনৈক ব্যক্তি বলেন আমি প্রশাসনকে অবহিত করার প্রয়োজনীয়তা অনুভব করিনি।
প্রত্যক্ষদর্শীরা জনৈক ব্যক্তি এবং এই আয়োজনের সাথে জড়িত সকলকে গ্রেফতারের দাবি জানালে জনৈক ব্যক্তিকে সিপিপির বর্তমান উপজেলা কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি পূণর্গঠন করার মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।