শিল্প-সাহিত্যের ছোটকাগজ ‘আখ্যান’-এর প্রথম সংখ্যা ২৭ আগস্ট ২০২৫, বুধবার প্রকাশিত হয়েছে। সূচনা সংখ্যার বিষয় ‘অরণ্য’। এ সংখ্যায় স্থান পেয়েছে অর্ধশতাধিক কবির অরণ্য বিষয়ক কবিতা।
আখ্যান সম্পাদক কবি ও কথাসাহিত্যিক নুরুন্নাহার মুন্নি বলেন, আখ্যান সমকালীন সাহিত্যচর্চায় নতুন মাত্রা যোগ করতে চায়। পাশাপাশি নতুন ও সম্ভাবনাময় লেখকদের জন্যও হয়ে উঠতে চায় একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম।
আখ্যানে কবিতা লিখেছেন: সোহরাব পাশা, মজিদ মাহমুদ, ওমর কায়সার, তপন বাগচী, হেনরী স্বপন, মাসুদুল হক, শাহেদ কায়েস, সব্যসাচী হাজরা, শামীম সিদ্দিকী, জামসেদ ওয়াজেদ, পীযুষ কান্তি বড়ুয়া, প্রত্যয় জসীম, সুভাষ সরকার, জোবায়ের মিলন, নিলয় রফিক, গোলাম আশরাফ খান উজ্জ্বল, গাজী গিয়াস উদ্দিন, আরিফুল হাসান, মালেক মুস্তাকিম, সৌম্য সালেক, মুহাম্মদ ফরিদ হাসান, কাদের পলাশ, সঞ্জয় দেওয়ান, মাইনুল ইসলাম মানিক, রোকসানা ইয়াসমিন মণি, ম. নুরে আলম পাটওয়ারী, অনু ইসলাম, মইনুল হাসান, ফারুক সুমন, বাবুল আনোয়ার, বঙ্গ রাখাল, নুরুন্নাহার মুন্নি, হাসনাইন হীরা, শিশির আজম, নুসরাত সুলতানা, আমিনুল ইসলাম, তোফায়েল তফাজ্জল, ইসমত শিল্পী, মামুন সুলতান, মুস্তফা হাবীব, দ্বীপ সরকার, শৈবাল নূর, শাহ কামাল, আসিফ নূর, সুজন আরিফ, আশিক বিন রহিম, জাহিদ নয়ন, সুমন কুমার দত্ত, আজিজুল আম্বিয়া, হাসানুজ্জামান, সোমা মুৎসুদ্দি, রহিত ঘোষাল, নবকুমার দাস, একরাম আজাদ, দেবাশীষ ভট্টাচার্য এবং আজিম উল্যাহ হানিফ। কবিতাগুলো নিয়ে প্রবন্ধ লিখেছেন কবি ও প্রাবন্ধিক মামুন রশীদ।
নুরুন্নাহার মুন্নি জানান, অরণ্য আমাদের মূল্যবান সম্পদ। আখ্যান চলতি সংখ্যায় অরণ্যের নানারূপ তুলে ধরেছেন কবিরা। পরিবেশ-সচেতনতা সৃষ্টি আমাদের এ সংখ্যার অন্যতম উদ্দেশ্য।
ছোটকাগজটির প্রচ্ছদ করেছেন ইউসুফ নাজিম। মূল্য ২০০ টাকা। প্রকাশক পরিবার পাবলিকেশন। অনলাইনে পাওয়া যাবে রকমারি ডটকমে।
উল্লেখ্য, নুরুন্নাহার মুন্নির জন্ম ৫ জানুয়ারি ১৯৮৩, চাঁদপুরের মতলব উত্তরে। তিনি প্রাণিবিদ্যায় সম্মান ও স্নাতকোত্তর। শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। বর্তমানে লেখালেখি ও সাংগঠনিক চর্চায় সক্রিয় রয়েছেন। মূলত কবিতা, গল্প, প্রবন্ধ লিখেন। তিনি সাহিত্য একাডেমি, চাঁদপুর-এর নির্বাহী সদস্য।
এছাড়া প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে চর্যাপদ সাহিত্য একাডেমি’র দায়িত্ব পালন করেছেন পাঁচ বছর।প্রকাশিত গ্রন্থসমূহ: আধখোলা জানালার আলাপ (কাব্যগ্রন্থ), কেউ থাকে অন্ধকারে (কাব্যগ্রন্থ), গণতন্ত্রে পুরুষতন্ত্র (গল্পগ্রন্থ)। লেখালেখির স্বীকৃতিস্বরূপ পেয়েছেন সমতটের কাগজ সম্মাননা (২০২১), ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশ অ্যাওয়ার্ড (২০২২), মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদ সম্মাননা (২০২৩)-সহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা। আখ্যান প্রকাশের মাধ্যমে তিনি ছোটকাগজ সম্পাদনায় যুক্ত হলেন।