সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় নিখোঁজের ৪ দিন পর রাজমিস্ত্রির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে কলারোয়া উপজেলার কাজির হাট কলেজের সামনের একটি মৎস্যঘের থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ইমরান হোসেন (২৭) উপজেলার কেরালকাতা গ্রামের ছদর উদ্দীনের পুত্র। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। তিনি দুই কন্যা সন্তানের জনক।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সাইফুল ইসলাম, জানান গত ২৪ আগস্ট থেকে ইমরান হোসেন নিখোঁজ ছিলো। গতকাল ২৬ আগস্ট পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরিও করা হয়েছিল। আজ সকালে স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। প্রাথমিকভাবে এটি হত্যাকান্ড বলেই ধারনা করা হচ্ছে। তবে কি কারনে এবং কারা ঘটিয়েছে সেটি তদন্তের পর জানাযাবে