চাঁদপুরের কচুয়া উপজেলার নন্দনপুরে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৩৩০ জন উপকারভোগীর মাঝে চাল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে নন্দনপুর বাজারে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এসব চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ডাঃ মাহবুবুল আলম খন্দকারের মাধ্যমে প্রতিজন উপকারভোগীকে ৪৫০ টাকায় ৩০ কেজি করে চাল দেওয়া হয়।
এসময় ডিলার ডাঃ মাহবুবুল আলম খন্দকার বলেন, “সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। সঠিকভাবে এই কর্মসূচি বাস্তবায়িত হলে দরিদ্র মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।”
উপকারভোগীরা জানান, এই কর্মসূচি তাদের সংসারে বড় সহায়তা হিসেবে কাজ করছে। নিয়মিতভাবে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার জন্য তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।