ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে ফেনী জেলার শ্রেষ্ঠ সার্ভেয়ার নির্বাচিত হয়েছেন কচুয়ার সন্তান মো. ইয়াসিন হোসেন।
বর্তমানে তিনি ফেনী জেলার পরশুরাম উপজেলা ভূমি অফিসে সার্ভেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার পৈতৃক নিবাস চাঁদপুর জেলার কচুয়া উপজেলার শিলাস্তান গ্রামে। তিনি শিলাস্তান গ্রামের সিরাজুল ইসলামের সন্তান।
২৪ আগস্ট রবিবার ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা রাজস্ব সম্মেলনে এ সম্মাননা প্রদান করা হয়। ফেনী জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত ওই অনুষ্ঠানে ইয়াসিন হোসেনের হাতে শ্রেষ্ঠ সার্ভেয়ার হিসেবে সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), জেলা সাব-রেজিস্ট্রার, জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), কানুনগো, সার্ভেয়ার ও ভূমি সহকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুরস্কার অর্জনের অনুভূতি ব্যক্ত করে ইয়াসিন হোসেন বলেন,“আমি সবসময় দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালনের চেষ্টা করেছি। জেলা প্রশাসক মহোদয় আমার কাজকে মূল্যায়ন করেছেন, এটি আমার কর্মজীবনের এক অনন্য প্রাপ্তি। এ সম্মাননা আমাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে। আমি এই অর্জন আমার বাবা-মা, এলাকাবাসী এবং শুভাকাঙ্ক্ষী সকলের প্রতি উৎসর্গ করছি।”