খুবি প্রতিনিধি, আবিদ হাসান:
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রথম আবৃত্তি বিষয়ক সংগঠন ওংকার শৃণুতা’র নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে প্রধান সমন্বয়ক নির্বাচিত হয়েছেন প্রিন্টমেকিং ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী খায়রুন নাহার এবং সমন্বয় সচিব হয়েছেন ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কৌশিক সাহা।
গতকাল (শনিবার) বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে সংগঠনের ২৫ বছর পূর্তি উৎসব ‘পঁচিশে শোন প্রথম ধ্বনি’ অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন—সহ-সমন্বয়ক সচিব শারমিন সুলতানা, অর্থ সমন্বয়ক সৌরভ রায়, সহ-অর্থ সমন্বয়ক সাদিয়া ইসলাম, আবৃত্তি সমন্বয়ক শ্রেয়া কাঞ্জিলাল, সহ-আবৃত্তি সমন্বয়ক শাশ্বত বিশ্বাস বিশাল, দপ্তর সমন্বয়ক রাফিদ ফয়সাল কাব্য ও সহ-দপ্তর সমন্বয়ক অনন্যা বাছাড়, প্রচার সমন্বয়ক সৈয়দা নুসাইবা সুলতানা এবং সহ-প্রচার সমন্বয়ক মৌমিতা গাঙ্গুলী মৌ।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রাপ্তি ফারহিন, তাইমিয়া তাহসিন, মো. আবু তাহের ও আনজিলা ইসলাম আন।