পঞ্চগড়ের বোদায় “নিরাময় নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার” ক্লিনিকে ওয়ার্ড বয় কর্তৃক অপারেশন করার অভিযোগ উঠেছে।গত, বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে উক্ত ঘটনাটি ঘটে বলে জানাযায়। ভুক্তভোগী কহিনুর বেগম বোদা উপজেলার কাজলদিঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের আমতলা গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী ।
রোগী ও রোগীর পরিবার সুত্রে জানা যায় , পূর্বে রোগীর শরীরে ব্রেস্ট টিউমার সনাক্ত হওয়ায় তারা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শের জন্য নিরাময় নার্সিং হোমে গেলে, সেখানে দায়িত্বে থাকা ওয়ার্ড বয় অভি, ১০ হাজার টাকা নিয়ে, অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়াই সরাসরি রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে পরিক্ষা-নিরীক্ষা ছাড়াই অস্ত্রোপচার করে ফেলেন । এবং একটি সাদা কাগজে প্রেসস্ক্রিপশন লিখে রোগীর পরিবারের হাতে তুলে দেন। সেই সাথে রোগীকে তার নির্দেশনা অনুযায়ী ঔষধ সেবন করারও পরামর্শ দেন।
তিনদিন পরে ইনফেকশন ধরা পড়লে, তাদের কে সার্জারি ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দেন অভি সরকার নামের সেই ওয়ার্ড বয়।এসময় রোগী ও তার পরিবারের তোপের মুখে পড়লে, চিকিৎসার জন্য তাকে নিরাময় ক্লিনিকে আবারও ভর্তি করানো হয়।
বিষয়টি জানাজানি হলে গা-ঢাকা দেন ওয়ার্ড বয় অভি।