দেশে সারের কোনো ঘাটতি নেই এবং নভেম্বর পর্যন্ত পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, অন্তর্র্বতী সরকার দায়িত্ব নিয়ে দেশের সারের সব দেনা শোধ করেছে।
সোমবার (২১ জুলাই) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
উপদেষ্টা বলেন, বাংলাদেশের কাছে এখন কেউ সারের টাকা পাবে না। নভেম্বর পর্যন্ত যে মজুত রয়েছে, তাতে কোনো ঘাটতির আশঙ্কা নেই।
সারের লাইসেন্স নিয়ে যেসব অনিয়ম ও ঝামেলা ছিল, সেসব বন্ধ করতে নতুন নীতিমালা তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি। উপদেষ্টা বলেন, যারা সারের লাইসেন্স নিয়ে সমস্যা করেছে, তাদের বাদ দিয়ে নতুন লাইসেন্স দেয়া হবে। প্রকৃত ডিলাররাই যেন লাইসেন্স পান, তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে।