সাজিদের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে ইবি ছাত্রদলের মানববন্ধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে উদ্ধারকৃত আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল।

সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক মানববন্ধন শুরু করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। পরে সাজিদের সহপাঠীদের আয়োজিত ‘প্রশাসনের গায়েবানা জানাজা’ এবং ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ সমাবেশে একাত্মতা পোষণ করেন তারা।

মানববন্ধনে শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদের নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আহসান হাবীব, আনারুল ইসলাম, সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিন, কর্মী রোকন, স্বাক্ষর, তৌহিদ, আলামিনসহ শতাধিক নেতা-কর্মী।

মানববন্ধনে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘সাজিদের মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবিতে আমাদের এই কর্মসূচি। আমরা দীর্ঘদিন ধরে নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়ে আসছি, কিন্তু প্রশাসন কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। পুরো ক্যাম্পাস এখনো সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়নি।’

তিনি আরও বলেন, ‘ঘটনার দিন সাজিদকে কারা কারা দেখেছে, কারা তার সঙ্গে ছিল—তা তদন্তের মাধ্যমে বের করে আনতে হবে। শোনা যাচ্ছে, তার মরদেহ ভেসে থাকার সময়ও তার ফোন রিসিভ হয়। কে সেই কল রিসিভ করলো, সেটিও খতিয়ে দেখতে হবে।’

তিনি পুলিশের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সাজিদের ফোনের কললিস্ট ও ডিভাইসের সব তথ্য বিশ্লেষণ করা হোক। আমরা বিচার বিভাগীয় সুষ্ঠু তদন্ত চাই। যদি এর সুষ্ঠু তদন্ত ও বিচার না হয়, তাহলে ছাত্রদলের নেতাকর্মীরা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাজিদের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে ইবি ছাত্রদলের মানববন্ধন

আপডেট সময় : ০৪:০৪:১৩ অপরাহ্ণ, শনিবার, ১৯ জুলাই ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে উদ্ধারকৃত আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল।

সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক মানববন্ধন শুরু করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। পরে সাজিদের সহপাঠীদের আয়োজিত ‘প্রশাসনের গায়েবানা জানাজা’ এবং ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ সমাবেশে একাত্মতা পোষণ করেন তারা।

মানববন্ধনে শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদের নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আহসান হাবীব, আনারুল ইসলাম, সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিন, কর্মী রোকন, স্বাক্ষর, তৌহিদ, আলামিনসহ শতাধিক নেতা-কর্মী।

মানববন্ধনে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘সাজিদের মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবিতে আমাদের এই কর্মসূচি। আমরা দীর্ঘদিন ধরে নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়ে আসছি, কিন্তু প্রশাসন কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। পুরো ক্যাম্পাস এখনো সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়নি।’

তিনি আরও বলেন, ‘ঘটনার দিন সাজিদকে কারা কারা দেখেছে, কারা তার সঙ্গে ছিল—তা তদন্তের মাধ্যমে বের করে আনতে হবে। শোনা যাচ্ছে, তার মরদেহ ভেসে থাকার সময়ও তার ফোন রিসিভ হয়। কে সেই কল রিসিভ করলো, সেটিও খতিয়ে দেখতে হবে।’

তিনি পুলিশের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সাজিদের ফোনের কললিস্ট ও ডিভাইসের সব তথ্য বিশ্লেষণ করা হোক। আমরা বিচার বিভাগীয় সুষ্ঠু তদন্ত চাই। যদি এর সুষ্ঠু তদন্ত ও বিচার না হয়, তাহলে ছাত্রদলের নেতাকর্মীরা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করবে।