ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে উদ্ধারকৃত আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে টর্চলাইট মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবির।
শুক্রবার (১৮ জুলাই) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিলটি শুরু হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এটি প্রধান ফটকের সামনে এসে সমাবেশে রূপ নেয়।
সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনটির ইবি শাখার সভাপতি মাহমুদুল হাসান, সেক্রেটারি ইউসুব আলী, অফিস সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফিসহ পাঁচ শতাধিক নেতা-কর্মী।
মিছিলে অংশগ্রহণকারীরা ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘সাজিদ হত্যার তদন্ত, করতে হবে করতে হবে’, ‘লাশ নিয়ে রাজনীতি, চলবে না চলবে না’, ‘প্রশাসনের তালবাহানা, চলবে না চলবে না’, ‘ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত কর, করতে হবে’— এমন বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
সমাবেশে ছাত্রশিবিরের ইবি শাখার সভাপতি মাহমুদুল হাসান বলেন, “আমরা আজ এখানে কোনো দলীয় দাবি নিয়ে আসিনি, এসেছি সমগ্র ছাত্রসমাজের পক্ষে দাঁড়াতে। সাজিদ কেন মারা গেল, সেই প্রশ্নের জবাব আমরা চাই। প্রশাসন বলেছে ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবে। সময়ক্ষেপণ হলে পুরো ক্যাম্পাস অচল করে দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তবে তাদের আর দায়িত্বে থাকার অধিকার নেই। শতভাগ লাইটিংয়ের ব্যবস্থা এখনো কেন হয়নি? ফান্ড না থাকলে আমাদের বলুন, দরকার হলে আমরা ভিক্ষা করে সেই টাকা সংগ্রহ করব। প্রশাসনে বসে শুধু বক্তব্য দিলেই দায়িত্ব শেষ হয় না।”
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে সাজিদের মরদেহ উদ্ধার করা হয়। পরে তার লাশ কুষ্টিয়া সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। আজ শুক্রবার কুষ্টিয়ার সদর হাসপাতালের মসজিদের সামনে প্রথম জানাজা শেষে তার মরদেহ টাঙ্গাইলে পৈতৃক নিবাসে পাঠানো হয়েছে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তার দাফন কাজ সম্পন্ন করা হয়।