সোহারাফ হোসেন সৌরাভ, সাতক্ষীরা :জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন ,‘‘আমরা সংস্কার চেয়েছি,জুলাই গণহত্যার বিচার চেয়েছি এবং নতুন সংবিধান চেয়েছি। কিন্তু একটি পক্ষ আমাদের চাওয়ার বিরুদ্ধে দাড়িয়ে যাচ্ছে,যারা পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখতে চায়। তারা ভেবেছিল ২/৩ আসনের লোভ দেখিয়ে আমাদেরকে কিনে নেবে,কিন্তু জুলাই বিপ্লবীদের কেনার সাধ্য কারো নেই। ’’
তিনি আজ শনিবার দুপুরে সাতক্ষীরার শহীদ আসিফ চত্বরে এনসিপি,সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে পথসভায় এসব কথা বলেন।
নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই বিপ্লবীরা চেয়েছিল একটি জাতীয় সরকার গঠন করে একটি নতুন রাস্ট্র গঠন করতে। কিন্তু একটি দল চেয়েছে ৩ মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। তাদের একটিই উদ্দেশ্য ক্ষমতায় যাওয়া।
জাতীয় নাগরিক পার্টির সাতক্ষীরা জেলার সমম্বয়ক কামরুজ্জামান বুলুর সভাপতিত্বে পথ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণাঞ্চলের যুগ্ন মুখ্য সংগঠক মেজবাহ কামাল ও চিকিংসক তাসনীম জারা । এছাড়া মঞ্চে শ্লোগান দেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। পথসভার আগে শহীদ আসিফ চত্বর এলাকায় জুলাই-বিপ্লবে আহত ও নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।
এর আগে আমতলা মোড় থেকে একটি পদযাত্রা শুরু করে শহীদ আসিফ চত্বর এসে শেষ হয়