শিরোনাম :
Logo শেরপুরে নিখোঁজের তিন দিন পর কিশোরীর মরদেহ উদ্ধার Logo হিটের প্রকল্প মূল্যায়নে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান Logo পলাশবাড়ী কালীবাড়ী বাজারে অবৈধ দখল উচ্ছেদ Logo পলাশবাড়ীতে ইউপি সদস্যের  হাত পা ভেঙ্গে দিয়েছে একদল দুর্বৃত্তরা  Logo ঝালকাঠির নবগ্রাম কৃষি ব্যাংক ব্যবস্থাপকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে সরেজমিনে ডিজিএম Logo সামাজিক মাধ্যমে অপপ্রচারে জর্জরিত দেশের শিল্পাঙ্গন বিনোদন প্রতিবেদন Logo ইবি কারাতে ক্লাবের নেতৃত্বে নোমান-সাদিয়া Logo গৌরবের অষ্টম বর্ষে আলোর দিশার পদার্পণে থাকছে নানা আয়োজন Logo শিক্ষার্থীদের রিটেক সমস্যা সমাধানে গাফিলতির অভিযোগ যবিপ্রবি প্রশাসনের বিরুদ্ধে  Logo নতুন ভবনেই বদলে যাবে সফিবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র”

তিস্তায় পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কায় নদী তীরবর্তী অঞ্চলের মানুষ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৩০:৫৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ৭২০ বার পড়া হয়েছে

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে নদ-নদীর পানি বৃদ্ধির প্রবণতা নতুন করে দুর্ভাবনার সৃষ্টি করেছে। তিস্তা নদীর পানি সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে চলেছে, যা রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলগুলোর মানুষের মধ্যে শঙ্কা বাড়িয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে সতর্কসীমা অতিক্রম করতে পারে। এ সময় নদীসংলগ্ন নিম্নাঞ্চলগুলোতে সাময়িকভাবে প্লাবন দেখা দিতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, তিস্তা ছাড়াও ধরলা ও দুধকুমার নদীর পানি সমতলও বৃদ্ধি পাচ্ছে। যদিও নদীগুলোর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে আগামী দুই দিন পানি সমতল আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে। পরবর্তী এক দিন পানি সমতল স্থিতিশীল থাকার আভাস দেওয়া হয়েছে।

অন্যদিকে উত্তর-পূর্বাঞ্চলের সিলেট অঞ্চলের নদ-নদীর পরিস্থিতি কিছুটা ভিন্ন। সুরমা নদীর পানি সমতল স্থিতিশীল থাকলেও কুশিয়ারা নদীর পানি বাড়ছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে সতর্কসীমায় পৌঁছাতে পারে। ফলে সিলেট জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলও সাময়িকভাবে প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।

এছাড়া দেশের গুরুত্বপূর্ণ নদী গঙ্গা ও পদ্মার পানির স্তরও বৃদ্ধি পাচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন পর্যন্ত গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল বাড়তে পারে। তবে এ নদীগুলো এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তিস্তা ও কুশিয়ারার পানি বৃদ্ধির এই প্রবণতা নদী তীরবর্তী মানুষের মধ্যে নতুন করে বন্যা আতঙ্ক সৃষ্টি করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শেরপুরে নিখোঁজের তিন দিন পর কিশোরীর মরদেহ উদ্ধার

তিস্তায় পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কায় নদী তীরবর্তী অঞ্চলের মানুষ

আপডেট সময় : ০৯:৩০:৫৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে নদ-নদীর পানি বৃদ্ধির প্রবণতা নতুন করে দুর্ভাবনার সৃষ্টি করেছে। তিস্তা নদীর পানি সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে চলেছে, যা রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলগুলোর মানুষের মধ্যে শঙ্কা বাড়িয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে সতর্কসীমা অতিক্রম করতে পারে। এ সময় নদীসংলগ্ন নিম্নাঞ্চলগুলোতে সাময়িকভাবে প্লাবন দেখা দিতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, তিস্তা ছাড়াও ধরলা ও দুধকুমার নদীর পানি সমতলও বৃদ্ধি পাচ্ছে। যদিও নদীগুলোর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে আগামী দুই দিন পানি সমতল আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে। পরবর্তী এক দিন পানি সমতল স্থিতিশীল থাকার আভাস দেওয়া হয়েছে।

অন্যদিকে উত্তর-পূর্বাঞ্চলের সিলেট অঞ্চলের নদ-নদীর পরিস্থিতি কিছুটা ভিন্ন। সুরমা নদীর পানি সমতল স্থিতিশীল থাকলেও কুশিয়ারা নদীর পানি বাড়ছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে সতর্কসীমায় পৌঁছাতে পারে। ফলে সিলেট জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলও সাময়িকভাবে প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।

এছাড়া দেশের গুরুত্বপূর্ণ নদী গঙ্গা ও পদ্মার পানির স্তরও বৃদ্ধি পাচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন পর্যন্ত গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল বাড়তে পারে। তবে এ নদীগুলো এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তিস্তা ও কুশিয়ারার পানি বৃদ্ধির এই প্রবণতা নদী তীরবর্তী মানুষের মধ্যে নতুন করে বন্যা আতঙ্ক সৃষ্টি করেছে।