বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo বাংলাদেশের মধ্যমেয়াদি অর্থনৈতিক সম্ভাবনার উন্নতি হয়েছে: বিশ্বব্যাংক Logo আপিলে প্রার্থিতা ফিরে পেলেন চাঁদপুর-২ আসনে লেবার পার্টির নাসিমা নাজনীন সরকার Logo আমরা বিএনপি পরিবারের উদ্যোগে সাতক্ষীরার ৯নং ওয়ার্ডে তারেক রহমানের ৮ দফা রাষ্ট্র বিনির্মাণ কর্মসূচির লিফলেট বিতরণ Logo আবেদনের শর্ত পূরণ ছাড়াই খুবির সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি Logo দায়মুক্তি আইনের বিরুদ্ধে সিরাজগঞ্জে প্রতিবাদ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি ক্যাবের Logo চুয়াডাঙ্গা-ঝিনাইদহে প্রতারক চক্রের বেপরোয়া তান্ডব, চাকরীর প্রলোভনে ৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর বিপাকে ভুক্তভোগী পরিবার, থানায় অভিযোগ দায়ের Logo সাতক্ষীরায় ইয়াবা, অবৈধ অর্থ ও অস্ত্রসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ইয়াসিন আরাফাতসহ  গ্রেফতার- ৩ Logo নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতা কক্সবাজার থেকে গ্রেফতার Logo ইরান বিক্ষোভকারীদের ফাঁসি দিলে ‘অত্যন্ত কঠোর ব্যবস্থা’ নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের Logo কোর্স ফি বৃদ্ধি ও ছাত্র প্রতিনিধি ইস্যুতে খুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

গোমতীতে পানি বেড়ে বিপদসীমার কাছাকাছি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:০৮:৪২ অপরাহ্ণ, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ৭৪৮ বার পড়া হয়েছে

জেলার গোমতী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। টানা দুই দিনের প্রবল বর্ষণ এবং ভারতের ত্রিপুরা পাহাড়ি এলাকা থেকে নেমে আসা ঢলের কারণে নদীতে পানি দ্রুতগতিতে বাড়ছে।

আজ সকাল ৯টায় কুমিল্লার চাঁনপুর ব্রীজ পয়েন্টে গোমতীর পানি রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৩০ মিটার, যা বিপদসীমার মাত্র ৩ মিটার নীচে রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কুমিল্লা অফিসের তথ্য অনুযায়ী, বিপদসীমা নির্ধারিত আছে ১১ দশমিক ৩০ মিটার। এই অবস্থায় নদীর পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান বলেন, গোমতীর পানি গত ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। উজানের ঢল ও স্থানীয় বৃষ্টিপাত অব্যাহত থাকলে পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং জেলা প্রশাসনকে সব তথ্য জানানো হচ্ছে।

অপরদিকে, জেলা নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. ফরিদুল ইসলাম জানান, গোমতির পানি সকাল ছয়টায় ৮মিটার উচ্চতায় ছিলো। সকাল নয়টায় তা বেড়ে সাড়ে ৮মিটার উচ্চতায় আসে। পানি বৃদ্ধির ধারাবাহিকতার কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে নদীপাড়ের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে দেবিদ্বার, বুড়িচং, মুরাদনগর ও আদর্শ সদর উপজেলার নদী তীরবর্তী এবং নিম্নাঞ্চলগুলোতে বাড়তি সতর্কতার কথা বলা হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের মধ্যমেয়াদি অর্থনৈতিক সম্ভাবনার উন্নতি হয়েছে: বিশ্বব্যাংক

গোমতীতে পানি বেড়ে বিপদসীমার কাছাকাছি

আপডেট সময় : ০৫:০৮:৪২ অপরাহ্ণ, বুধবার, ৯ জুলাই ২০২৫

জেলার গোমতী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। টানা দুই দিনের প্রবল বর্ষণ এবং ভারতের ত্রিপুরা পাহাড়ি এলাকা থেকে নেমে আসা ঢলের কারণে নদীতে পানি দ্রুতগতিতে বাড়ছে।

আজ সকাল ৯টায় কুমিল্লার চাঁনপুর ব্রীজ পয়েন্টে গোমতীর পানি রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৩০ মিটার, যা বিপদসীমার মাত্র ৩ মিটার নীচে রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কুমিল্লা অফিসের তথ্য অনুযায়ী, বিপদসীমা নির্ধারিত আছে ১১ দশমিক ৩০ মিটার। এই অবস্থায় নদীর পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান বলেন, গোমতীর পানি গত ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। উজানের ঢল ও স্থানীয় বৃষ্টিপাত অব্যাহত থাকলে পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং জেলা প্রশাসনকে সব তথ্য জানানো হচ্ছে।

অপরদিকে, জেলা নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. ফরিদুল ইসলাম জানান, গোমতির পানি সকাল ছয়টায় ৮মিটার উচ্চতায় ছিলো। সকাল নয়টায় তা বেড়ে সাড়ে ৮মিটার উচ্চতায় আসে। পানি বৃদ্ধির ধারাবাহিকতার কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে নদীপাড়ের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে দেবিদ্বার, বুড়িচং, মুরাদনগর ও আদর্শ সদর উপজেলার নদী তীরবর্তী এবং নিম্নাঞ্চলগুলোতে বাড়তি সতর্কতার কথা বলা হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।