শিরোনাম :
Logo কচুয়ায় বিএনপির উদ্যোগে লিফলেট বিতরন ও মিছিল Logo চাঁদপুরে খতিবের উপর হামলার প্রতিবাদে শহর জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo ইসলামী শ্রমিক আন্দোলন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা বিজেপি’র জেলা কমিটি গঠনকল্পে সমন্বয় সভা আন্দালিভ রহমান পার্থ বাংলাদেশে সুস্থধারার রাজনীতির দিকপাল ………উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা Logo আমরা সংস্কার চেয়েছি,জুলাই গণহত্যার বিচার চেয়েছি এবং নতুন সংবিধান চেয়েছি: নাহিদ ইসলাম Logo মিটফোর্ডে হত্যাকাণ্ডের প্রতিবাদে হাবিপ্রবিতে বিক্ষোভ Logo ইবিতে শাখা ছাত্রদলের সক্রিয় কর্মীর পদত্যাগ Logo কুষ্টিয়ায় ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনায় কেন্দ্রসচিবসহ ৬ জনকে অব্যাহতি Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের ফেয়ারওয়েল অনুষ্ঠিত Logo ঢাকায় ব্যবসায়ীকে নৃশংস হত্যার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ মিছিল

নারী ও শিশুসহ তিন মরদেহ উদ্ধার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৩২:০৯ অপরাহ্ণ, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • ৭১৫ বার পড়া হয়েছে

মাদারীপুর জেলায় এক সপ্তাহের ব্যবধানে নারী ও শিশুসহ তিনটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পৃথক স্থানে এই মরদেহগুলো উদ্ধার করা হয়। পুলিশ বলছে, প্রতিটি ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং খুব শিগগিরই প্রকৃত ঘটনা প্রকাশ্যে আসবে।

১ জুলাই (মঙ্গলবার) দুপুরে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের কুমার নদে বস্তাবন্দি অবস্থায় এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা নদীতে ভাসমান বস্তাটি দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এখনও পর্যন্ত নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এছাড়া, গত ৫ জুলাই (শনিবার) দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মাঝেরকান্দি গ্রামে একটি পাটক্ষেত থেকে এলজিইডির সাবেক অফিস সহকারী আব্দুল জলিল শিকদারের মরদেহ উদ্ধার করা হয়। তিনি আহাম্মদ শিকদারের ছেলে।

একই দিন রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার সাতপাড় গ্রামে রাখি মজুমদার (৬) নামে এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সে শিশির মজুমদারের মেয়ে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে পরিবারের সদস্যরা একটি বিয়েবাড়ির দাওয়াতে যান। পরে ঘরে রাখিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রান্নাঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলন্ত রাখিকে দেখতে পান স্বজনরা। দ্রুত উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার সকালে মাদারীপুরের পুলিশ সুপার মো. নাইমুল হাসান জানান, আড়িয়াল খাঁ নদ থেকে উদ্ধার হওয়া নারীর লাশ উদ্ধারে নৌ-পুলিশও কাজ করছে। পাশাপাশি কালকিনিতে পাটক্ষেত এবং রাজৈরে রান্নাঘর থেকে মরদেহ উদ্ধারের ঘটনাগুলোতেও তদন্ত চলছে। তিনি বলেন, “আমরা প্রত্যাশা করছি, খুব শিগগিরই প্রতিটি ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন সম্ভব হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় বিএনপির উদ্যোগে লিফলেট বিতরন ও মিছিল

নারী ও শিশুসহ তিন মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৫:৩২:০৯ অপরাহ্ণ, সোমবার, ৭ জুলাই ২০২৫

মাদারীপুর জেলায় এক সপ্তাহের ব্যবধানে নারী ও শিশুসহ তিনটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পৃথক স্থানে এই মরদেহগুলো উদ্ধার করা হয়। পুলিশ বলছে, প্রতিটি ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং খুব শিগগিরই প্রকৃত ঘটনা প্রকাশ্যে আসবে।

১ জুলাই (মঙ্গলবার) দুপুরে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের কুমার নদে বস্তাবন্দি অবস্থায় এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা নদীতে ভাসমান বস্তাটি দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এখনও পর্যন্ত নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এছাড়া, গত ৫ জুলাই (শনিবার) দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মাঝেরকান্দি গ্রামে একটি পাটক্ষেত থেকে এলজিইডির সাবেক অফিস সহকারী আব্দুল জলিল শিকদারের মরদেহ উদ্ধার করা হয়। তিনি আহাম্মদ শিকদারের ছেলে।

একই দিন রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার সাতপাড় গ্রামে রাখি মজুমদার (৬) নামে এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সে শিশির মজুমদারের মেয়ে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে পরিবারের সদস্যরা একটি বিয়েবাড়ির দাওয়াতে যান। পরে ঘরে রাখিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রান্নাঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলন্ত রাখিকে দেখতে পান স্বজনরা। দ্রুত উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার সকালে মাদারীপুরের পুলিশ সুপার মো. নাইমুল হাসান জানান, আড়িয়াল খাঁ নদ থেকে উদ্ধার হওয়া নারীর লাশ উদ্ধারে নৌ-পুলিশও কাজ করছে। পাশাপাশি কালকিনিতে পাটক্ষেত এবং রাজৈরে রান্নাঘর থেকে মরদেহ উদ্ধারের ঘটনাগুলোতেও তদন্ত চলছে। তিনি বলেন, “আমরা প্রত্যাশা করছি, খুব শিগগিরই প্রতিটি ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন সম্ভব হবে।