মাগুরায় ট্রাক-বাস সংঘর্ষে ট্রাক চালক নিহত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:২২:০৩ অপরাহ্ণ, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • ৭০৯ বার পড়া হয়েছে

মাগুরায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে বিপ্লব হোসেন (৩৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে মাগুরা-ঢাকা মহাসড়কের বেলনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজবাড়ীগামী একটি চাল বোঝাই ট্রাকের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা লাইন পরিবহণের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাক চালক বিপ্লব হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। কিন্তু ঢাকা নেওয়ার পথে রাতেই তার মৃত্যু হয়।
নিহত বিপ্লব হোসেন ঝিনাইদহ জেলার বাদপুকুরিয়া গ্রামের আমির আলীর পুত্র।

মাগুরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাসসকে জানান, দুর্ঘটনায় ট্রাক ও বাস দুটিই জব্দ করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মাগুরায় ট্রাক-বাস সংঘর্ষে ট্রাক চালক নিহত

আপডেট সময় : ০২:২২:০৩ অপরাহ্ণ, শনিবার, ৫ জুলাই ২০২৫

মাগুরায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে বিপ্লব হোসেন (৩৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে মাগুরা-ঢাকা মহাসড়কের বেলনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজবাড়ীগামী একটি চাল বোঝাই ট্রাকের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা লাইন পরিবহণের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাক চালক বিপ্লব হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। কিন্তু ঢাকা নেওয়ার পথে রাতেই তার মৃত্যু হয়।
নিহত বিপ্লব হোসেন ঝিনাইদহ জেলার বাদপুকুরিয়া গ্রামের আমির আলীর পুত্র।

মাগুরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাসসকে জানান, দুর্ঘটনায় ট্রাক ও বাস দুটিই জব্দ করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।