চাঁদপুরের কচুয়ায় কাকলী আক্তার নামে এক ব্যাংক কর্মীর বসতঘরের দিন-দুপুরে দুর্ধুর্ষ চুরি হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার সময় সেঙ্গুয়া মজুমদার বাড়িতে এ ঘটনা ঘটে। এতে ওই গৃহে থাকা নগদ ২ লক্ষ ৩০ হাজার টাকা,৫ ভরি স্বর্ন ও একটি মোবাইল সেট নিয়ে যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কাকলী আক্তার একই বাড়ির শাহিনা আক্তার ও সেলিনা বেগমকে আসামী করে কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ভূক্তভোগী লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সেঙ্গুয়া মজুমদার বাড়ির কাকলী আক্তার সেঙ্গুয়া মোড় এলাকায় সোস্যাল ইসলামী এজেন্ট ব্যাংকে কর্মী হিসেবে কর্মরত আছেন। প্রতিদিনের মতো মঙ্গলবার সে ব্যাংকে চলে আসেন। একই বাড়ির শাহিনা আক্তার সুকৌশলে কাকলীর বৃদ্ধ মা জাাহানারাকে কাকলীর জন্য কাপড় দিতে বলে, তখনি কৌশলে আলমারি থাকা স্বর্ন,নগদ টাকা ও একটি স্মার্ট সেট নিয়ে পালিয়ে যায়। নগদ টাকা ও স্বর্নালংকার উদ্ধার করতে প্রশাসনের সহযোগিতা চান তারা। তাছাড়া ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনের আওতা এনে শাস্তির দাবি জানান ভূক্তভোগী পরিবারের সদস্যরা। এ ঘটনায় ওইদিন বিকালে কচুয়া থানার এসআই মো. রুবেল ঘটনাস্থল পরিদর্শন করেন।