শিরোনাম :
Logo ইউক্রেনের পূর্বাঞ্চলের দুই গ্রাম দখলের দাবি রাশিয়ার Logo পোল ভল্টে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন ডুপ্লান্টিস Logo টটেনহ্যামের নতুন অধিনায়ক রোমেরো Logo রাবির ৩ হলে হেল্থ এন্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশনের খাদ্য নিরাপত্তা প্রশিক্ষণ Logo ইউকেএম থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন প্রফেসর ইউনূস Logo গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা Logo ইবিতে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo খুবিতে ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা Logo কচুয়ায় চাংপুর সরকার বাড়িতে জলাবদ্ধতায় ৬০ পরিবার পানিবন্দি, সীমাহীন দুর্ভোগ Logo প্রতিষ্ঠার ৭২ বছর পূর্তি উদ্‌যাপন করতে যাচ্ছে রাবি আইন বিভাগ, চলছে রেজিস্ট্রেশন

ইনক্রিমেন্ট যুক্ত হলো কি না, দেখবেন যেভাবে

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৭:১৮:১০ অপরাহ্ণ, রবিবার, ২৯ জুন ২০২৫
  • ৭১২ বার পড়া হয়েছে

সরকারি চাকরিতে সাধারণত প্রতিবছর মূল বেতনের সঙ্গে ১ জুলাই থেকে বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট যুক্ত হয়। সরকারি কর্মচারীদের বেতন স্কেলের ওপর ভিত্তি করে বার্ষিক ১০ শতাংশ বেতন বৃদ্ধি হয়ে থাকে। বেসরকারি ক্ষেত্রে, বেতন বৃদ্ধির নিয়মাবলি কম্পানির অভ্যন্তরীণ নীতির ওপর নির্ভর করে।

বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমন্ট) চেক করার নিয়ম : সরকারি কর্মচারী : iBAS++ (ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম) ওয়েবসাইটে যেতে হবে।

আপনার আইডি নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ ইন করুন। বেতন নির্ধারণ এবং ইনক্রিমেন্ট সংক্রান্ত তথ্য দেখুন।

যেভাবে দেখবেন:

১. গুগলে (ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স) প্রবেশ করে www.payfixation.gov.bd সাইটে প্রবেশ করুন।

২. এরপর ‘অনলাইন বেতন নির্ধারণী’ পেজ আসবে এবং সেখান থেকে ‘পরবর্তী ধাপ’ বাটনটিতে ক্লিক করুন।

৩. এরপর যে পেজটি আসবে সেখান থেকে ‘আমি প্রিন্ট নিয়েছি, পড়েছি এবং বুঝেছি’ এর বক্সে ক্লিক করুন এবং ‘পরবর্তী’ বাটনটিতে আবারও ক্লিক করুন।

৪. আগত পেজটিতে ‘ইনক্রিমেন্ট’ বাটনটিতে ক্লিক করুন। তারপর Information বক্সে ‘হ্যাঁ’ বাটনে ক্লিক করুন।

৫. পেজটি হতে বেসামরিক সিলেক্ট করুন।

৬. এরপর যে ডায়ালগ বক্স আসবে সেখানে National ID, Verification no (যে নম্বর ২০১৫ সনে পে-ফিক্সেশনের সময় দেওয়া হয়েছিল অথবা প্রতিবছরের এ ফিক্সেশন শিটেও পাবেন) এবং ইমেজ কোড দিয়ে (ফাঁকা বক্সে বাম দিকের সংখ্যাগুলো লিখে) login বাটনটি চাপুন।

৭. পরবর্তী ধাপে ‘লগইন’-এর জন্যে আপনার মোবাইলে প্রেরিত ৪ সংখ্যার Verification number বা কোড নির্ধারিত ফাঁকা ঘরে এন্ট্রি দিতে হবে এবং “Validate” এ ক্লিক করুন।

৮. এর পরই আপনি আপনার কাঙ্ক্ষিত বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট অটো সার্টিফিকেট প্রদত্ত পেজটি দেখতে পাবেন।

৯. সেখানে আপনার নাম পদবি, মোবাইল নম্বর, ইনক্রিমেন্টসহ ১ জুলাইয়ে আপনার মূল বেতন দেখাবে।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইউক্রেনের পূর্বাঞ্চলের দুই গ্রাম দখলের দাবি রাশিয়ার

ইনক্রিমেন্ট যুক্ত হলো কি না, দেখবেন যেভাবে

আপডেট সময় : ০৭:১৮:১০ অপরাহ্ণ, রবিবার, ২৯ জুন ২০২৫

সরকারি চাকরিতে সাধারণত প্রতিবছর মূল বেতনের সঙ্গে ১ জুলাই থেকে বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট যুক্ত হয়। সরকারি কর্মচারীদের বেতন স্কেলের ওপর ভিত্তি করে বার্ষিক ১০ শতাংশ বেতন বৃদ্ধি হয়ে থাকে। বেসরকারি ক্ষেত্রে, বেতন বৃদ্ধির নিয়মাবলি কম্পানির অভ্যন্তরীণ নীতির ওপর নির্ভর করে।

বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমন্ট) চেক করার নিয়ম : সরকারি কর্মচারী : iBAS++ (ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম) ওয়েবসাইটে যেতে হবে।

আপনার আইডি নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ ইন করুন। বেতন নির্ধারণ এবং ইনক্রিমেন্ট সংক্রান্ত তথ্য দেখুন।

যেভাবে দেখবেন:

১. গুগলে (ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স) প্রবেশ করে www.payfixation.gov.bd সাইটে প্রবেশ করুন।

২. এরপর ‘অনলাইন বেতন নির্ধারণী’ পেজ আসবে এবং সেখান থেকে ‘পরবর্তী ধাপ’ বাটনটিতে ক্লিক করুন।

৩. এরপর যে পেজটি আসবে সেখান থেকে ‘আমি প্রিন্ট নিয়েছি, পড়েছি এবং বুঝেছি’ এর বক্সে ক্লিক করুন এবং ‘পরবর্তী’ বাটনটিতে আবারও ক্লিক করুন।

৪. আগত পেজটিতে ‘ইনক্রিমেন্ট’ বাটনটিতে ক্লিক করুন। তারপর Information বক্সে ‘হ্যাঁ’ বাটনে ক্লিক করুন।

৫. পেজটি হতে বেসামরিক সিলেক্ট করুন।

৬. এরপর যে ডায়ালগ বক্স আসবে সেখানে National ID, Verification no (যে নম্বর ২০১৫ সনে পে-ফিক্সেশনের সময় দেওয়া হয়েছিল অথবা প্রতিবছরের এ ফিক্সেশন শিটেও পাবেন) এবং ইমেজ কোড দিয়ে (ফাঁকা বক্সে বাম দিকের সংখ্যাগুলো লিখে) login বাটনটি চাপুন।

৭. পরবর্তী ধাপে ‘লগইন’-এর জন্যে আপনার মোবাইলে প্রেরিত ৪ সংখ্যার Verification number বা কোড নির্ধারিত ফাঁকা ঘরে এন্ট্রি দিতে হবে এবং “Validate” এ ক্লিক করুন।

৮. এর পরই আপনি আপনার কাঙ্ক্ষিত বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট অটো সার্টিফিকেট প্রদত্ত পেজটি দেখতে পাবেন।

৯. সেখানে আপনার নাম পদবি, মোবাইল নম্বর, ইনক্রিমেন্টসহ ১ জুলাইয়ে আপনার মূল বেতন দেখাবে।