শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী Logo প্রতিষ্ঠার পর থেকে নির্মাণ হয়নি চাঁদপুর সদর হাসপাতালে স্থায়ী মর্গ, জীর্ণ-ভবনে ময়নাতদন্ত Logo চাঁদপুর ফরিদগঞ্জে তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগ ফ্রি মেডিকেল ক্যাম্প Logo ফের ভূমিকম্প Logo কচুয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ৩০টি প্রদর্শনী Logo কুবির বাংলা বিভাগের বাংলা নাটক বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন Logo মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত Logo মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৫ এর উদ্বোধন Logo পঞ্চগড়ের বোদা উপজেলায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ২০২৫ প্রদর্শনী Logo আমরা নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছি: চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির প্রার্থী বাবু খান

ইবি’র জুলাই বিরোধী শিক্ষকদের বিচারসহ ৩ দফা দাবি বাগছাসের

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের সময় বিরুদ্ধে অবস্থানকারী শিক্ষক, কর্মকর্তাদের বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করাসহ ৩ দফা দাবিতে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।

বুধবার (২৫ জুন) দুপুর দুইটার দিকে প্রশাসন ভবনে উপাচার্যের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করে তারা। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল বারী ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম।

তাদের দাবিগুলো হলো:
১. ইসলামী বিশ্ববিদ্যালয় আইন পুনর্বিবেচনা করে সিন্ডিকেটের অনুমোদনের মাধ্যমে ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদনে ইকসু আইন প্রণয়ন ও নির্বাচন আয়োজনের পদক্ষেপ গ্রহণ করা।
২. অনতিবিলম্বে ভর্তি প্রক্রিয়ায় বৈষম্যমূলক পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলসহ অন্যান্য কোটা ব্যবহারের সুযোগ হ্রাস করা।
৩. জুলাই বিপ্লবের বিরোধিতাকারীদের বিচারের লক্ষ্যে যে তদন্ত কমিটি গ্রহণ করেছে তার কার্যক্রম ত্বরান্বিত করে অনতিবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।

বাগছাসের নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) ঐতিহাসিক জুলাই বিপ্লবের আদর্শের ধারক ছাত্র রাজনৈতিক সংগঠন, জুলাই আদর্শের আলোকে ছাত্র রাজনৈতিক প্রেক্ষাপট সৃষ্টি, শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করা ও বৈষম্যহীন শিক্ষাঙ্গণ তৈরিতে সচেষ্ট। সংগঠনটির কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় উপর্যুক্ত লক্ষ্য অর্জনের স্বার্থে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা উপাচার্য মহোদয়ের কাছে একটি স্মারকলিপি দিয়েছি। আশাকরি প্রশাসন দ্রুতই আমাদের দাবি সমূহ বাস্তবায়নে পদক্ষেপ নেবে৷ অন্যথায়, গণতান্ত্রিক পদ্ধতিতে শিক্ষার্থীরা তাদের প্রাণের দাবি আদায়ে বাধ্য হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী

ইবি’র জুলাই বিরোধী শিক্ষকদের বিচারসহ ৩ দফা দাবি বাগছাসের

আপডেট সময় : ১০:০২:৩৩ অপরাহ্ণ, বুধবার, ২৫ জুন ২০২৫

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের সময় বিরুদ্ধে অবস্থানকারী শিক্ষক, কর্মকর্তাদের বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করাসহ ৩ দফা দাবিতে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।

বুধবার (২৫ জুন) দুপুর দুইটার দিকে প্রশাসন ভবনে উপাচার্যের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করে তারা। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল বারী ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম।

তাদের দাবিগুলো হলো:
১. ইসলামী বিশ্ববিদ্যালয় আইন পুনর্বিবেচনা করে সিন্ডিকেটের অনুমোদনের মাধ্যমে ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদনে ইকসু আইন প্রণয়ন ও নির্বাচন আয়োজনের পদক্ষেপ গ্রহণ করা।
২. অনতিবিলম্বে ভর্তি প্রক্রিয়ায় বৈষম্যমূলক পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলসহ অন্যান্য কোটা ব্যবহারের সুযোগ হ্রাস করা।
৩. জুলাই বিপ্লবের বিরোধিতাকারীদের বিচারের লক্ষ্যে যে তদন্ত কমিটি গ্রহণ করেছে তার কার্যক্রম ত্বরান্বিত করে অনতিবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।

বাগছাসের নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) ঐতিহাসিক জুলাই বিপ্লবের আদর্শের ধারক ছাত্র রাজনৈতিক সংগঠন, জুলাই আদর্শের আলোকে ছাত্র রাজনৈতিক প্রেক্ষাপট সৃষ্টি, শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করা ও বৈষম্যহীন শিক্ষাঙ্গণ তৈরিতে সচেষ্ট। সংগঠনটির কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় উপর্যুক্ত লক্ষ্য অর্জনের স্বার্থে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা উপাচার্য মহোদয়ের কাছে একটি স্মারকলিপি দিয়েছি। আশাকরি প্রশাসন দ্রুতই আমাদের দাবি সমূহ বাস্তবায়নে পদক্ষেপ নেবে৷ অন্যথায়, গণতান্ত্রিক পদ্ধতিতে শিক্ষার্থীরা তাদের প্রাণের দাবি আদায়ে বাধ্য হবে।