চাঁদপুরের কচুয়া উপজেলা ঐতিহ্যবাহী পালাখাল ছালেহিয়া আলিম মাদরাসার ২০২৫ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক আনোয়ারীর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বিশিষ্ট সমাজসেবক ইয়ার আহমেদ মজুমদার। মাদ্রাসায় আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মোহাম্মদ মোশারফ হোসেন। পরে মোহাম্মদ মোশাররফ হোসেনের অনুপস্থিততে মাদ্রাসার কর্তৃপক্ষের কাছে আর্থিক অনুদান তুলে দেন বিএনপির নেতাকর্মীরা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মোঃ হাবিবুল বাশার,উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গাজী রশিদ,সহ-সভাপতি সাইফুল ইসলাম সোহেল,মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা সাদেকুর রহমান সহ আরো অনেকে।
এসময় পালখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম,ইউনিয়ন বিএনপি নেতা সেলিম পাটোয়ারী,জহিরুল ইসলাম মজুমদার,আব্দুর রহমান ফরাজী,ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মহসিন প্রধান,সিনিয়র যুগ্ন আহ্বায়ক আমির হোসেন আপন সহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক,অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম ভুঁইয়া। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।