শিরোনাম :
Logo খুবিতে আন্তঃডিসিপ্লিন দাবা ও টেবিল টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo মতলব উত্তর সাদুল্লাপুর ও বাগানবাড়ি ইউনিয়নে জাকের পার্টির জনসভা Logo পলাশবাড়ীতে ব্রিজের নিচে মিললো ভাস্যমান মরদেহ Logo চাঁদপুর পুলিশ লাইন্স ও সদর মডেল থানা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি Logo চাঁদপুরে এমআরপিসি কমিটির দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo “বার্ষিক মূল্যায়নে ইবি উপাচার্যের প্রাপ্ত নম্বর ১০ এর মধ্যে ২.৪৫” Logo কয়রায় কসাইদের নিরাপদ আমিষ নিশ্চিতকরণে প্রশিক্ষণ Logo ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মালখানগর ঐক্যতান সমাজকল্যাণ সংগঠনের শুভেচ্ছা Logo চাঁদপুরে ২১ তম জেলা প্রশাসক গোল্ডকাপ কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo রাবিতে প্রো-ভিসি’র ওপর হামলার প্রতিবাদে ইবি জিয়া পরিষদের নিন্দা

বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলন বন্ধ, আগস্টে চালুর আশা

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১১:০৪:২৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ৭২৩ বার পড়া হয়েছে

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে সাময়িকভাবে কয়লা উত্তোলন বন্ধ ঘোষণা করা হয়েছে। খনি কর্তৃপক্ষ জানিয়েছে, ১৩০৫ নম্বর ফেইজের মজুত শেষ হওয়ায় সোমবার (২৩ জুন) দুপুর থেকে এই কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

বড়পুকুরিয়া কয়লাখনির মাইন অপারেশন বিভাগের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক খান মো. জাফর সাদিক জানান, নতুন ১৪০৬ নম্বর ফেইজে বর্তমানে যন্ত্রপাতি বসানোর কাজ চলছে। সব ঠিক থাকলে আগস্টের প্রথম সপ্তাহে পুনরায় কয়লা উত্তোলন শুরু হবে।

খনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ১৩০৫ নম্বর ফেইজ থেকে চলতি বছরের ২৩ জানুয়ারি থেকে উত্তোলন শুরু হয়েছিল এবং সেখান থেকে ৫ লাখ ১ হাজার টন কয়লা তোলা হয়েছে। নতুন ফেইজ থেকে প্রায় ৩ লাখ ৫০ হাজার টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

তবে, কয়লা উত্তোলন বন্ধ থাকলেও তাপবিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রমে তেমন প্রভাব পড়বে না বলে কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে। বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক ঢাকা পোস্টকে বলেন, কোল ইয়ার্ডে প্রায় ৫ লাখ টন কয়লা মজুত আছে, যা দিয়ে বিদ্যুৎকেন্দ্র সচল রাখা সম্ভব। বর্তমানে কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে ১ নম্বর ইউনিট থেকে ৬০ মেগাওয়াট এবং ৩ নম্বর ইউনিট থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ২ নম্বর ইউনিটটি বর্তমানে বন্ধ আছে।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সরকার বলেন, নতুন ফেইজ তৈরির জন্য কয়লা উত্তোলন সাময়িক বন্ধ রাখা হয়েছে এবং আশা করা হচ্ছে আগস্টের শুরুতে আবার উত্তোলন শুরু করা যাবে।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে আন্তঃডিসিপ্লিন দাবা ও টেবিল টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলন বন্ধ, আগস্টে চালুর আশা

আপডেট সময় : ১১:০৪:২৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে সাময়িকভাবে কয়লা উত্তোলন বন্ধ ঘোষণা করা হয়েছে। খনি কর্তৃপক্ষ জানিয়েছে, ১৩০৫ নম্বর ফেইজের মজুত শেষ হওয়ায় সোমবার (২৩ জুন) দুপুর থেকে এই কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

বড়পুকুরিয়া কয়লাখনির মাইন অপারেশন বিভাগের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক খান মো. জাফর সাদিক জানান, নতুন ১৪০৬ নম্বর ফেইজে বর্তমানে যন্ত্রপাতি বসানোর কাজ চলছে। সব ঠিক থাকলে আগস্টের প্রথম সপ্তাহে পুনরায় কয়লা উত্তোলন শুরু হবে।

খনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ১৩০৫ নম্বর ফেইজ থেকে চলতি বছরের ২৩ জানুয়ারি থেকে উত্তোলন শুরু হয়েছিল এবং সেখান থেকে ৫ লাখ ১ হাজার টন কয়লা তোলা হয়েছে। নতুন ফেইজ থেকে প্রায় ৩ লাখ ৫০ হাজার টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

তবে, কয়লা উত্তোলন বন্ধ থাকলেও তাপবিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রমে তেমন প্রভাব পড়বে না বলে কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে। বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক ঢাকা পোস্টকে বলেন, কোল ইয়ার্ডে প্রায় ৫ লাখ টন কয়লা মজুত আছে, যা দিয়ে বিদ্যুৎকেন্দ্র সচল রাখা সম্ভব। বর্তমানে কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে ১ নম্বর ইউনিট থেকে ৬০ মেগাওয়াট এবং ৩ নম্বর ইউনিট থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ২ নম্বর ইউনিটটি বর্তমানে বন্ধ আছে।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সরকার বলেন, নতুন ফেইজ তৈরির জন্য কয়লা উত্তোলন সাময়িক বন্ধ রাখা হয়েছে এবং আশা করা হচ্ছে আগস্টের শুরুতে আবার উত্তোলন শুরু করা যাবে।