বাংলাদেশ জাতীয়তাবাদী দল কচুয়াা উপজেলার ১০নং গোহট উত্তর ইউনিয়ন ও সকল ওয়ার্ড শাখা ছাত্রদলের কর্মীসভা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা শীর্ষক আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
কচুয়া উপজেলার বিএনপির প্রধান সমন্বয়ক ও চাঁদপুর-১ কচুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী মোশারফ হোসেনের পক্ষে মিয়ারবাজার ও হারিচাইল এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
রবিবার বিকালে উপজেলার হারিচাইল হাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এ কর্মী সম্মেলন হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট মো. বোরহান উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তফা কামাল প্রধান। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক গাজী রশিদ।
ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জুয়েল মজুমদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবদলের সভাপতি হোসাইন জাকির,উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম সোহেল,আবুল হোসেন, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন পাটোয়ারী,সহ-সাধারন সম্পাদক জুনাইদ আহমেদ পিয়াস, ছাত্রদল নেতা কবির হোসেন সহ আরো অনেকে। এসময় কচুয়া উপজেলার বিএনপির প্রধান সমন্বয়ক মোশারফ হোসেনকে নিয়ে একটি কবিতা আবৃতি করেন ছাত্রদল নেতা কাউছার হোসেন।