বৃহস্পতিবার | ৩০ অক্টোবর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর অস্ত্র সরবরাহকারী আটক করেছে কোস্ট গার্ড Logo ইবি শিক্ষার্থীর অকাল মৃত্যু  Logo সংস্কার কমিশনের প্রতিবেদন সহজভাবে প্রকাশের আহ্বান প্রধান উপদেষ্টার Logo চুয়াডাঙ্গা পৌর শহরের মাছপট্টি এলাকায় গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণে ২ জন আহত Logo ইবির আরবী বিভাগের স্নাতক সমাপনী র‍্যালি অনুষ্ঠিত! Logo খুবিতে ওবিই পদ্ধতিতে প্রশ্ন প্রণয়ন ও পরিমার্জন বিষয়ক প্রশিক্ষণ! Logo সম্পাদক আশরাফ ইকবালের জন্মদিনে শিক্ষার্থীদের গাছের চারা উপহার দিলেন তরুছায়া Logo মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শ্যামনগরের ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় Logo নোবিপ্রবিতে শনাক্ত ১৩১ প্রজাতি বন্যপ্রাণী Logo শাহজাদপুরে দুই প্রবাসীর লাশ উদ্ধার

জুলাই সনদ চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১১:২১:৫৩ পূর্বাহ্ণ, সোমবার, ১৬ জুন ২০২৫
  • ৭৩৯ বার পড়া হয়েছে

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন এবং দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে চূড়ান্ত মতামত নিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের মুলতুবি সংলাপ আগামীকাল মঙ্গলবার (১৭ জুন) শুরু হচ্ছে।

এ ছাড়া এই ধাপের আলোচনায় নির্বাচনি এলাকার সীমানা নতুন করে নির্ধারণের ব্যাপারেও চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে চায় কমিশন।

আগামীকাল (১৭ জুন) সকাল সাড়ে ১০টায় বিএনপিসহ ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের বৈঠক শুরু হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এই বৈঠক ১৯ জুন পর্যন্ত চলবে। জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজের সভাপতিত্বে তিন দিনব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হবে।

জানা গেছে, ১৭ জুন অধিবেশনের প্রথম দিন আগের অসমাপ্ত আলোচনার মধ্যে সংবিধানের ৭০ অনুচ্ছেদের ব্যাপারে ঐকমত্যে পৌঁছানোর বিষয়ে বিশদ আলোচনা হবে। এ ছাড়া বিরোধী দল থেকে সংসদের স্থায়ী কমিটির সভাপতি মনোনয়নের প্রক্রিয়া এবং সংসদে ১০০ নারী প্রতিনিধিত্ব কীভাবে ও কোন প্রক্রিয়ায় নির্বাচিত বা মনোনীত হবে, এই বিষয়েও বিশদ আলোচনা হবে। আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে এগুলো জাতীয় সনদে অন্তর্ভুক্ত হবে।

এ বৈঠকে ধারাবাহিকভাবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি), রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, জেলা সমন্বয় কাউন্সিল, প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধানের মূলনীতি, নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও চূড়ান্ত ঐকমত্যে পৌঁছাতে চায় জাতীয় ঐকমত্য কমিশন।

বৈঠকের আলোচ্যসূচি ও শুরুর তারিখের বিষয়টি নিশ্চিত করে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার বলেছেন, “কাজটি যাতে দ্রুত শেষ করা যায়, সেই চেষ্টা করব।” সূত্র জানিয়েছে, এই বৈঠকে নিবন্ধিত ও অনিবন্ধিত প্রায় ৩০টি রাজনৈতিক দলকে আলোচনার জন্য আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এই বৈঠকের মাধ্যমেই আলোচিত জুলাই সনদ বা জাতীয় সনদ তৈরির ব্যাপারে ঐকমত্যে পৌঁছাতে চায় জাতীয় ঐকমত্য কমিশন।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর অস্ত্র সরবরাহকারী আটক করেছে কোস্ট গার্ড

জুলাই সনদ চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন

আপডেট সময় : ১১:২১:৫৩ পূর্বাহ্ণ, সোমবার, ১৬ জুন ২০২৫

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন এবং দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে চূড়ান্ত মতামত নিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের মুলতুবি সংলাপ আগামীকাল মঙ্গলবার (১৭ জুন) শুরু হচ্ছে।

এ ছাড়া এই ধাপের আলোচনায় নির্বাচনি এলাকার সীমানা নতুন করে নির্ধারণের ব্যাপারেও চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে চায় কমিশন।

আগামীকাল (১৭ জুন) সকাল সাড়ে ১০টায় বিএনপিসহ ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের বৈঠক শুরু হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এই বৈঠক ১৯ জুন পর্যন্ত চলবে। জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজের সভাপতিত্বে তিন দিনব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হবে।

জানা গেছে, ১৭ জুন অধিবেশনের প্রথম দিন আগের অসমাপ্ত আলোচনার মধ্যে সংবিধানের ৭০ অনুচ্ছেদের ব্যাপারে ঐকমত্যে পৌঁছানোর বিষয়ে বিশদ আলোচনা হবে। এ ছাড়া বিরোধী দল থেকে সংসদের স্থায়ী কমিটির সভাপতি মনোনয়নের প্রক্রিয়া এবং সংসদে ১০০ নারী প্রতিনিধিত্ব কীভাবে ও কোন প্রক্রিয়ায় নির্বাচিত বা মনোনীত হবে, এই বিষয়েও বিশদ আলোচনা হবে। আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে এগুলো জাতীয় সনদে অন্তর্ভুক্ত হবে।

এ বৈঠকে ধারাবাহিকভাবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি), রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, জেলা সমন্বয় কাউন্সিল, প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধানের মূলনীতি, নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও চূড়ান্ত ঐকমত্যে পৌঁছাতে চায় জাতীয় ঐকমত্য কমিশন।

বৈঠকের আলোচ্যসূচি ও শুরুর তারিখের বিষয়টি নিশ্চিত করে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার বলেছেন, “কাজটি যাতে দ্রুত শেষ করা যায়, সেই চেষ্টা করব।” সূত্র জানিয়েছে, এই বৈঠকে নিবন্ধিত ও অনিবন্ধিত প্রায় ৩০টি রাজনৈতিক দলকে আলোচনার জন্য আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এই বৈঠকের মাধ্যমেই আলোচিত জুলাই সনদ বা জাতীয় সনদ তৈরির ব্যাপারে ঐকমত্যে পৌঁছাতে চায় জাতীয় ঐকমত্য কমিশন।