সোমবার | ১৫ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo শহীদ বুদ্ধিজীবী দিবসে জাবি ছাত্রদলের আলোকচিত্র প্রদর্শনী Logo জীবননগরে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা Logo খুবিতে মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন  Logo সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শান্তিরক্ষী সবুজ মিয়ার পলাশবাড়ীর গ্রামের বাড়ীতে শোকের মাতম Logo চাঁদপুরে যানজট নিরসনে রোড ডিভাইডার স্থাপন, পথচারী ও জনসাধারণের মাঝে স্বস্তি Logo পলাশবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উপজেলা প্রশাসনের শহীদ বুদ্ধিজীবি দিবস পালন Logo জাকির হোসেন বেপারি বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক Logo শহীদ বুদ্ধিজীবী দিবসে চাঁদপুরে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা Logo পলাশবাড়ীতে গাছ কর্তন ও নিয়োগ বানিজ্যের অভিযোগ উঠেছে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে Logo শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ঢাকার মিরপুরে প্রথম শহীদ বুদ্ধিজীবী স্মৃতি

জুলাই সনদ চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১১:২১:৫৩ পূর্বাহ্ণ, সোমবার, ১৬ জুন ২০২৫
  • ৭৫২ বার পড়া হয়েছে

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন এবং দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে চূড়ান্ত মতামত নিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের মুলতুবি সংলাপ আগামীকাল মঙ্গলবার (১৭ জুন) শুরু হচ্ছে।

এ ছাড়া এই ধাপের আলোচনায় নির্বাচনি এলাকার সীমানা নতুন করে নির্ধারণের ব্যাপারেও চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে চায় কমিশন।

আগামীকাল (১৭ জুন) সকাল সাড়ে ১০টায় বিএনপিসহ ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের বৈঠক শুরু হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এই বৈঠক ১৯ জুন পর্যন্ত চলবে। জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজের সভাপতিত্বে তিন দিনব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হবে।

জানা গেছে, ১৭ জুন অধিবেশনের প্রথম দিন আগের অসমাপ্ত আলোচনার মধ্যে সংবিধানের ৭০ অনুচ্ছেদের ব্যাপারে ঐকমত্যে পৌঁছানোর বিষয়ে বিশদ আলোচনা হবে। এ ছাড়া বিরোধী দল থেকে সংসদের স্থায়ী কমিটির সভাপতি মনোনয়নের প্রক্রিয়া এবং সংসদে ১০০ নারী প্রতিনিধিত্ব কীভাবে ও কোন প্রক্রিয়ায় নির্বাচিত বা মনোনীত হবে, এই বিষয়েও বিশদ আলোচনা হবে। আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে এগুলো জাতীয় সনদে অন্তর্ভুক্ত হবে।

এ বৈঠকে ধারাবাহিকভাবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি), রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, জেলা সমন্বয় কাউন্সিল, প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধানের মূলনীতি, নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও চূড়ান্ত ঐকমত্যে পৌঁছাতে চায় জাতীয় ঐকমত্য কমিশন।

বৈঠকের আলোচ্যসূচি ও শুরুর তারিখের বিষয়টি নিশ্চিত করে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার বলেছেন, “কাজটি যাতে দ্রুত শেষ করা যায়, সেই চেষ্টা করব।” সূত্র জানিয়েছে, এই বৈঠকে নিবন্ধিত ও অনিবন্ধিত প্রায় ৩০টি রাজনৈতিক দলকে আলোচনার জন্য আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এই বৈঠকের মাধ্যমেই আলোচিত জুলাই সনদ বা জাতীয় সনদ তৈরির ব্যাপারে ঐকমত্যে পৌঁছাতে চায় জাতীয় ঐকমত্য কমিশন।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শহীদ বুদ্ধিজীবী দিবসে জাবি ছাত্রদলের আলোকচিত্র প্রদর্শনী

জুলাই সনদ চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন

আপডেট সময় : ১১:২১:৫৩ পূর্বাহ্ণ, সোমবার, ১৬ জুন ২০২৫

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন এবং দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে চূড়ান্ত মতামত নিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের মুলতুবি সংলাপ আগামীকাল মঙ্গলবার (১৭ জুন) শুরু হচ্ছে।

এ ছাড়া এই ধাপের আলোচনায় নির্বাচনি এলাকার সীমানা নতুন করে নির্ধারণের ব্যাপারেও চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে চায় কমিশন।

আগামীকাল (১৭ জুন) সকাল সাড়ে ১০টায় বিএনপিসহ ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের বৈঠক শুরু হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এই বৈঠক ১৯ জুন পর্যন্ত চলবে। জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজের সভাপতিত্বে তিন দিনব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হবে।

জানা গেছে, ১৭ জুন অধিবেশনের প্রথম দিন আগের অসমাপ্ত আলোচনার মধ্যে সংবিধানের ৭০ অনুচ্ছেদের ব্যাপারে ঐকমত্যে পৌঁছানোর বিষয়ে বিশদ আলোচনা হবে। এ ছাড়া বিরোধী দল থেকে সংসদের স্থায়ী কমিটির সভাপতি মনোনয়নের প্রক্রিয়া এবং সংসদে ১০০ নারী প্রতিনিধিত্ব কীভাবে ও কোন প্রক্রিয়ায় নির্বাচিত বা মনোনীত হবে, এই বিষয়েও বিশদ আলোচনা হবে। আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে এগুলো জাতীয় সনদে অন্তর্ভুক্ত হবে।

এ বৈঠকে ধারাবাহিকভাবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি), রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, জেলা সমন্বয় কাউন্সিল, প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধানের মূলনীতি, নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও চূড়ান্ত ঐকমত্যে পৌঁছাতে চায় জাতীয় ঐকমত্য কমিশন।

বৈঠকের আলোচ্যসূচি ও শুরুর তারিখের বিষয়টি নিশ্চিত করে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার বলেছেন, “কাজটি যাতে দ্রুত শেষ করা যায়, সেই চেষ্টা করব।” সূত্র জানিয়েছে, এই বৈঠকে নিবন্ধিত ও অনিবন্ধিত প্রায় ৩০টি রাজনৈতিক দলকে আলোচনার জন্য আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এই বৈঠকের মাধ্যমেই আলোচিত জুলাই সনদ বা জাতীয় সনদ তৈরির ব্যাপারে ঐকমত্যে পৌঁছাতে চায় জাতীয় ঐকমত্য কমিশন।