শিরোনাম :
Logo কয়রায় যৌথবাহিনীর চেকপোস্ট Logo লক্ষ্মীপুরে ক্যান্সারে আক্রান্ত রোগীকে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের নগদ অর্থ প্রদান Logo বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদপুরে স্মরণকালের বর্ণাঢ্য র‌্যালি Logo জামায়াতের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা Logo শ্রীরাধার প্রেম ও প্রার্থনায় মুখর ইবির টিএসএসসি প্রাঙ্গণ Logo চবি শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ Logo রাকসু নিয়ে উত্তেজনা ; বক্তব্য দেওয়ার সময় শিবির সভাপতির বুকে বোতল নিক্ষেপ Logo মাদ্রাসা শিক্ষার্থীদের পানির ফিল্টার দিলেন স্বেচ্ছাসেবী নারী উদ্যোক্তা সংগঠন বিজয়ী Logo চাঁদপুরে মাদক নির্মূলে সাহসিকতার সাথে কাজ করছে সহকারী পরিচালক মুহাঃ মিজানুর রহমান Logo পশ্চিম ছাত্রদলের নবগঠিত কমিটিকে সংবর্ধনা – ঐক্যবদ্ধভাবে মিলনকে এমপি করার অঙ্গীকার

কুয়েট শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ইবি ছাত্রদলের

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 90?

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) মেধাবী শিক্ষার্থী ইফাজের উপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখা জাতীয়তাবাদী ছাত্রদল

শুক্রবার (৩০ মে) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ে ভিত্তিপ্রস্তর প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অনুষদ ভবনের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশ করেন দলের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা জিয়ার সৈনিক, এক হও লড়াই করো; একশান টু একশান, ডাইরেক্ট একশান; ছাত্রদলের সংগ্রাম, চলছে চলবে; উই ওয়ান্ট উই ওয়ান্ট, জাস্টিস জাস্টিস; আমার ভাইয়ের উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই; প্রশাসন জবাব চাই, আমার ভাইয়ের উপর হামলা কেন; উই ওয়ান্ট উই ওয়ান্ট, জাস্টিস জাস্টিস; ইত্যাদি স্লোগান দেন।

এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব, আনারুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুর উদ্দিনসহ প্রায় অর্ধশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সাহেদ আহম্মেদ বলেন, কুয়েটের মেধাবী শিক্ষার্থী ইফাজের উপরে সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্য হত্যার বিচার এখনও পাইনি আমরা। দেশের প্রতিটি ক্যাম্পাসে মেধাবী শিক্ষার্থীরা প্রতিনিয়ত যে হামলার শিকার হচ্ছেন, সাধারণ শিক্ষার্থীরা তা নিয়ে শঙ্কিত। কিছুদিন পরপরই কারা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে, সেটা অবশ্যই গুরুত্ব সহকারে খুঁজে বের করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে যেকোনো ধরনের অরাজকতা সৃষ্টি করতে দেবে না জাতীয়তাবাদী ছাত্রদল। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে আমরা বদ্ধপরিকর। আমরা প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা গ্রহণের দাবি জানাই। পাশাপাশি, অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই, অতিদ্রুত শিক্ষাপ্রতিষ্ঠানে কারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে তাদের খুঁজে বের করুন। কুয়েটের ইফাজ, ঢাবির ছাত্রদল নেতা সাম্য, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পারভেজ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

ট্যাগস :

কয়রায় যৌথবাহিনীর চেকপোস্ট

কুয়েট শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ইবি ছাত্রদলের

আপডেট সময় : ০৪:৩৭:১৮ অপরাহ্ণ, শুক্রবার, ৩০ মে ২০২৫

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) মেধাবী শিক্ষার্থী ইফাজের উপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখা জাতীয়তাবাদী ছাত্রদল

শুক্রবার (৩০ মে) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ে ভিত্তিপ্রস্তর প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অনুষদ ভবনের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশ করেন দলের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা জিয়ার সৈনিক, এক হও লড়াই করো; একশান টু একশান, ডাইরেক্ট একশান; ছাত্রদলের সংগ্রাম, চলছে চলবে; উই ওয়ান্ট উই ওয়ান্ট, জাস্টিস জাস্টিস; আমার ভাইয়ের উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই; প্রশাসন জবাব চাই, আমার ভাইয়ের উপর হামলা কেন; উই ওয়ান্ট উই ওয়ান্ট, জাস্টিস জাস্টিস; ইত্যাদি স্লোগান দেন।

এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব, আনারুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুর উদ্দিনসহ প্রায় অর্ধশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সাহেদ আহম্মেদ বলেন, কুয়েটের মেধাবী শিক্ষার্থী ইফাজের উপরে সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্য হত্যার বিচার এখনও পাইনি আমরা। দেশের প্রতিটি ক্যাম্পাসে মেধাবী শিক্ষার্থীরা প্রতিনিয়ত যে হামলার শিকার হচ্ছেন, সাধারণ শিক্ষার্থীরা তা নিয়ে শঙ্কিত। কিছুদিন পরপরই কারা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে, সেটা অবশ্যই গুরুত্ব সহকারে খুঁজে বের করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে যেকোনো ধরনের অরাজকতা সৃষ্টি করতে দেবে না জাতীয়তাবাদী ছাত্রদল। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে আমরা বদ্ধপরিকর। আমরা প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা গ্রহণের দাবি জানাই। পাশাপাশি, অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই, অতিদ্রুত শিক্ষাপ্রতিষ্ঠানে কারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে তাদের খুঁজে বের করুন। কুয়েটের ইফাজ, ঢাবির ছাত্রদল নেতা সাম্য, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পারভেজ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।