চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলায় ডাকাতিয়া নদীতে ব্রিজ নির্মানের জন্য প্রকল্পস্থান পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির প্রকল্প পরিচালক এবাদত আলী।
মঙ্গলবার (২৭ মে) উপজেলায় এলজিইডি’র আওতায় নির্মাণাধীন উন্নয়নমূলক কাজগুলো পরিদর্শন করে ওইসব কাজের গুনগত মান দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।
এ সময় চাঁদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আহসান কবির ও বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-৩ এর সহকারী পরিচালক (সহকারী সচিব) জনাব মোঃ কামাল হোসেন উপস্থিত ছিলেন।
চাঁদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আহসান কবির বলেন, প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলে যথেষ্ট আন্তরিকতার সাথে উন্নয়ন মুলক কাজ বাস্তবায়নের জন্য নিরলস ভাবে কাজ করছেন। কাজ মানসম্মত করতে বার বার তাগিদ দিচ্ছি। এলজিইডি’র পক্ষ থেকেও কাজের গুণগত মান নিয়ে সতর্ক করা হয় সংশ্লিষ্ট ঠিকাদারকে। তাই ঠিকাদারও সঠিকভাবে কাজ করছেন। ডাকাতিয়া নদীতে ব্রিজের কাজ সম্পূর্ণ হলে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী এবং প্রত্যাশা পূরন হবে।
ছবির ক্যাপশন: ফরিদগঞ্জ উপজেলায় ডাকাতিয়া নদীতে ব্রিজ নির্মানের জন্য প্রকল্পস্থান পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির প্রকল্প পরিচালক এবাদত আলী। এ সময় চাঁদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আহসান কবির ও বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-৩ এর সহকারী পরিচালক (সহকারী সচিব) মোঃ কামাল হোসেন উপস্থিত ছিলেন।