শিরোনাম :
Logo ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের জন্য ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা বাংলাদেশের Logo ইডেন কলেজ সাংবাদিক সমিতির আত্মপ্রকাশ- নেতৃত্বে স্মৃতি ও তানজিলা Logo রাবি ক্যাম্পাসে মিছিলে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ Logo জবির দ্বিতীয় ক্যাম্পাসের সংশোধিত প্রকল্পের অনুমোদন Logo ২৫টি মোবাইল ফোন ও ৭০টি ভুয়া রেজিস্ট্রেশনকৃত সিম জব্দ Logo চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে হাসপাতালে গরু ব্যবসায়ী Logo প্রাথমিক স্কোয়াডে হামজা-শমিত, ফাহমিদুল-কিউবারা পেয়েছেন জায়গা? Logo ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধান উপদেষ্টার Logo রাতের মধ্যে ১৯ অঞ্চলে ঝড়ের আভাস, সতর্ক সংকেত Logo একমাত্র মুসলিম দেশ পাকিস্তানের পারমাণবিক শক্তিধর হওয়ার ২৭ বছর

পুশইন বন্ধ করে সঠিক চ্যানেলে দেশে পাঠান, ভারতকে স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১২:২৭:১৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ৭১৪ বার পড়া হয়েছে
সীমান্তে অবৈধ পুশইন বন্ধ করে বাংলাদেশি নাগরিকদের সঠিক চ্যানেলের মাধ্যমে দেশে পাঠানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টায় রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে ১৪তম ব্যাচ ডেপুটি জেলার এবং ৬২তম ব্যাচ ও মহিলা কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। তিনি বলেন, ‘সীমান্তে কোনো নিরাপত্তা ঘাটতি নেই। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।’

উপদেষ্টা বলেন, বৈষম্যহীন ন্যায়ভিত্তিক কারা ব্যবস্থা গড়ে তোলা হবে। জেলার ভেতর থেকেই কারাবন্দীরা উপার্জন করে সংসারের ব্যয় নির্বাহ করতে পারবে। কারাগারের নিরাপত্তায় উন্নত প্রযুক্তির সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে৷

তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নতির পথে রয়েছে এবং দ্রব্যমূল্য বর্তমানে সহনীয় পর্যায়ে রয়েছে। সীমান্ত নিরাপত্তা, অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে সরকারের চলমান পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন উপদেষ্টা।

এদিকে, প্রতিবেশী রাষ্ট্র থেকে পুশইন কোনো ভাবেই কাম্য নয় বলে জানিয়েছে সেনাসদর। সেনাবাহিনীর মিলিটারি অপারেশন্সের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উল-দৌলা  বলেন, পুশইন কোনোভাবে কাম্য নয়। প্রথম কথা হলো- দেশে একটা পুশইন হতে থাকবে আর আমরা বসে থাকবো এটা ভাবারও কোনো অবকাশ নেই।

তিনি বলেন, বিজিবি এটা নিয়ে কাজ করছে এবং সরকারের সংশ্লিষ্ট যারা আছেন তারা বিষয়টি অবগত আছেন। ইন্টারন্যাশনাল কনভেনশন অনুযায়ী- একটা পার্টিকুলার যায়গা পর্যন্ত সেনাবাহিনী যেতে পারে। তার বাইরে প্রয়োজন ছাড়া যেতে পারে না। তো এই পরিস্থিতিতে পুশইন নিয়ে আমি মনে করি- এখনও বিজিবি বিষয়টি সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের জন্য ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা বাংলাদেশের

পুশইন বন্ধ করে সঠিক চ্যানেলে দেশে পাঠান, ভারতকে স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ১২:২৭:১৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
সীমান্তে অবৈধ পুশইন বন্ধ করে বাংলাদেশি নাগরিকদের সঠিক চ্যানেলের মাধ্যমে দেশে পাঠানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টায় রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে ১৪তম ব্যাচ ডেপুটি জেলার এবং ৬২তম ব্যাচ ও মহিলা কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। তিনি বলেন, ‘সীমান্তে কোনো নিরাপত্তা ঘাটতি নেই। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।’

উপদেষ্টা বলেন, বৈষম্যহীন ন্যায়ভিত্তিক কারা ব্যবস্থা গড়ে তোলা হবে। জেলার ভেতর থেকেই কারাবন্দীরা উপার্জন করে সংসারের ব্যয় নির্বাহ করতে পারবে। কারাগারের নিরাপত্তায় উন্নত প্রযুক্তির সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে৷

তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নতির পথে রয়েছে এবং দ্রব্যমূল্য বর্তমানে সহনীয় পর্যায়ে রয়েছে। সীমান্ত নিরাপত্তা, অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে সরকারের চলমান পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন উপদেষ্টা।

এদিকে, প্রতিবেশী রাষ্ট্র থেকে পুশইন কোনো ভাবেই কাম্য নয় বলে জানিয়েছে সেনাসদর। সেনাবাহিনীর মিলিটারি অপারেশন্সের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উল-দৌলা  বলেন, পুশইন কোনোভাবে কাম্য নয়। প্রথম কথা হলো- দেশে একটা পুশইন হতে থাকবে আর আমরা বসে থাকবো এটা ভাবারও কোনো অবকাশ নেই।

তিনি বলেন, বিজিবি এটা নিয়ে কাজ করছে এবং সরকারের সংশ্লিষ্ট যারা আছেন তারা বিষয়টি অবগত আছেন। ইন্টারন্যাশনাল কনভেনশন অনুযায়ী- একটা পার্টিকুলার যায়গা পর্যন্ত সেনাবাহিনী যেতে পারে। তার বাইরে প্রয়োজন ছাড়া যেতে পারে না। তো এই পরিস্থিতিতে পুশইন নিয়ে আমি মনে করি- এখনও বিজিবি বিষয়টি সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারছে।