শিরোনাম :
Logo ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের জন্য ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা বাংলাদেশের Logo ইডেন কলেজ সাংবাদিক সমিতির আত্মপ্রকাশ- নেতৃত্বে স্মৃতি ও তানজিলা Logo রাবি ক্যাম্পাসে মিছিলে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ Logo জবির দ্বিতীয় ক্যাম্পাসের সংশোধিত প্রকল্পের অনুমোদন Logo ২৫টি মোবাইল ফোন ও ৭০টি ভুয়া রেজিস্ট্রেশনকৃত সিম জব্দ Logo চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে হাসপাতালে গরু ব্যবসায়ী Logo প্রাথমিক স্কোয়াডে হামজা-শমিত, ফাহমিদুল-কিউবারা পেয়েছেন জায়গা? Logo ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধান উপদেষ্টার Logo রাতের মধ্যে ১৯ অঞ্চলে ঝড়ের আভাস, সতর্ক সংকেত Logo একমাত্র মুসলিম দেশ পাকিস্তানের পারমাণবিক শক্তিধর হওয়ার ২৭ বছর

চুয়াডাঙ্গায় দুই পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:২৫:১২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ৭১২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুরে অস্ত্রের মুখে দুই পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে ডাকাতদল। এছাড়াও দুটি বোমা সাদৃশ্য বস্তু রেখে গেছে তারা।

সোমবার (২৬ মে) মধ্যরাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাকাতদলের রেখে যাওয়া বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করে হেফাজতে নিয়েছে।

ভুক্তভোগীরা হলেন, পুরাতন বাস্তপুর গ্রামের মাঠপাড়ার মৃত. জোনাব আলীর দুই ছেলে আতিয়ার রহমান ও আনোয়ার হোসেন।

ভুক্তভোগী আতিয়ার রহমান বলেন, রাতে খাবার খেয়ে ঘুমিয়ে ছিলাম। আনুমানিক ১টার দিকে হাফপ্যান্ট পরিহিত কালো মুখোশধারী অজ্ঞাতনামা ৫-৬ জনের একদল আমার ঘরে ঢুকে চর্চ লাইট জ্বালাতে থাকে৷ যেহেতু আমার বাড়িটি নির্মাণাধীন হওয়া মূল ফটক (গেট) না থাকার কারণে সরাসরি আমার ঘরে তারা প্রবেশ করে। তারা পানি ও মুড়ি খেতে চাইলে কল থেকে পানি আনতে গেলে দুজন আমার হাত-পা বেঁধে ফেলে। আমার স্ত্রী-সন্তানদের ডেকে তুলে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা নগদ ৫২ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

আতিয়ার রহমান আরও বলেন, একই বাড়ির মধ্যে আমার বড় ভাই আনোয়ারের ঘরে ঢুকে তাদেরকেও জিম্মি করে নগদ ১০ হাজার টাকা ও তার স্ত্রীর কানের স্বর্ণের দুল নিয়ে যায়। এছাড়া তারা চলে যাওয়ার সময় একটু দূরে দুটি লাল কসটেপ দিয়ে মোড়ানো বোমা সাদৃশ্য বস্তু রেখে যায়। পরবর্তীতে পুলিশকে জানালে তারা এসে বিস্তারিত শোনেন এবং বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করে বালতির পানির ভেতরে আমার বাড়িতেই রেখে যায়। এটি ককটেল বলে ধারণা করছি।

তিনি আরও বলেন, তাদের প্রত্যেকে হাফপ্যান্ট, কালো গেঞ্জি ও কালো মুখোশ পরিহিত ছিলেন। তাদের হাতে ধারাল অস্ত্র ও লোহার রড ছিল। আমি কাউকে চিনতে পারেনি। এ ঘটনায় আমি আইনগত ব্যবস্থা গ্রহন করব।

দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবীর বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শক করেছি এবং ভুক্তভোগীদের নিকট বিস্তারিত শুনেছি। ডাকাতদল দুই ভাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। এছাড়া ঘটনাস্থল থেকে একটু দূরেই দুটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখছি। অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনার জোর প্রচেষ্টা চলছে৷

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের জন্য ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা বাংলাদেশের

চুয়াডাঙ্গায় দুই পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট

আপডেট সময় : ১১:২৫:১২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুরে অস্ত্রের মুখে দুই পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে ডাকাতদল। এছাড়াও দুটি বোমা সাদৃশ্য বস্তু রেখে গেছে তারা।

সোমবার (২৬ মে) মধ্যরাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাকাতদলের রেখে যাওয়া বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করে হেফাজতে নিয়েছে।

ভুক্তভোগীরা হলেন, পুরাতন বাস্তপুর গ্রামের মাঠপাড়ার মৃত. জোনাব আলীর দুই ছেলে আতিয়ার রহমান ও আনোয়ার হোসেন।

ভুক্তভোগী আতিয়ার রহমান বলেন, রাতে খাবার খেয়ে ঘুমিয়ে ছিলাম। আনুমানিক ১টার দিকে হাফপ্যান্ট পরিহিত কালো মুখোশধারী অজ্ঞাতনামা ৫-৬ জনের একদল আমার ঘরে ঢুকে চর্চ লাইট জ্বালাতে থাকে৷ যেহেতু আমার বাড়িটি নির্মাণাধীন হওয়া মূল ফটক (গেট) না থাকার কারণে সরাসরি আমার ঘরে তারা প্রবেশ করে। তারা পানি ও মুড়ি খেতে চাইলে কল থেকে পানি আনতে গেলে দুজন আমার হাত-পা বেঁধে ফেলে। আমার স্ত্রী-সন্তানদের ডেকে তুলে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা নগদ ৫২ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

আতিয়ার রহমান আরও বলেন, একই বাড়ির মধ্যে আমার বড় ভাই আনোয়ারের ঘরে ঢুকে তাদেরকেও জিম্মি করে নগদ ১০ হাজার টাকা ও তার স্ত্রীর কানের স্বর্ণের দুল নিয়ে যায়। এছাড়া তারা চলে যাওয়ার সময় একটু দূরে দুটি লাল কসটেপ দিয়ে মোড়ানো বোমা সাদৃশ্য বস্তু রেখে যায়। পরবর্তীতে পুলিশকে জানালে তারা এসে বিস্তারিত শোনেন এবং বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করে বালতির পানির ভেতরে আমার বাড়িতেই রেখে যায়। এটি ককটেল বলে ধারণা করছি।

তিনি আরও বলেন, তাদের প্রত্যেকে হাফপ্যান্ট, কালো গেঞ্জি ও কালো মুখোশ পরিহিত ছিলেন। তাদের হাতে ধারাল অস্ত্র ও লোহার রড ছিল। আমি কাউকে চিনতে পারেনি। এ ঘটনায় আমি আইনগত ব্যবস্থা গ্রহন করব।

দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবীর বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শক করেছি এবং ভুক্তভোগীদের নিকট বিস্তারিত শুনেছি। ডাকাতদল দুই ভাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। এছাড়া ঘটনাস্থল থেকে একটু দূরেই দুটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখছি। অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনার জোর প্রচেষ্টা চলছে৷