শিরোনাম :
Logo গোপন ষড়যন্ত্রের প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল Logo জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ইবিতে মাসব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি Logo পলাশবাড়ীতে রাতের আধারে বিদ্যালয়ের ছাদ ঢালাই! দেখার কেউ নেই Logo শহীদ জিয়া ও তারেক রহমানকে অবমাননার ঘটনায় ইবিতে উত্তাল বিক্ষোভ Logo কচুয়ার তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনে শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ ও আলোচনা সভা Logo বরগুনা জেলা নির্বাচন অফিস কার্যালয়ে অগ্নিকাণ্ড Logo সিরাজদিখানে ঢাবির নবীন শিক্ষার্থীদের ঝিকুটের সংবর্ধনা ২৫ জুলাই Logo মব সন্ত্রাস নিয়ে সমাজের আতঙ্ক ও রাষ্ট্রের নীরবতা Logo ইবিতে সাংবাদিকের ওপর হামলা, শিক্ষার্থীদের বজ্রকণ্ঠে প্রতিবাদ Logo ইবিতে খুলনা জেলা সমিতির নবীন বরণ ও প্রবীণ সম্মাননা

চুয়াডাঙ্গায় দুই পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:২৫:১২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ৭৩১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুরে অস্ত্রের মুখে দুই পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে ডাকাতদল। এছাড়াও দুটি বোমা সাদৃশ্য বস্তু রেখে গেছে তারা।

সোমবার (২৬ মে) মধ্যরাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাকাতদলের রেখে যাওয়া বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করে হেফাজতে নিয়েছে।

ভুক্তভোগীরা হলেন, পুরাতন বাস্তপুর গ্রামের মাঠপাড়ার মৃত. জোনাব আলীর দুই ছেলে আতিয়ার রহমান ও আনোয়ার হোসেন।

ভুক্তভোগী আতিয়ার রহমান বলেন, রাতে খাবার খেয়ে ঘুমিয়ে ছিলাম। আনুমানিক ১টার দিকে হাফপ্যান্ট পরিহিত কালো মুখোশধারী অজ্ঞাতনামা ৫-৬ জনের একদল আমার ঘরে ঢুকে চর্চ লাইট জ্বালাতে থাকে৷ যেহেতু আমার বাড়িটি নির্মাণাধীন হওয়া মূল ফটক (গেট) না থাকার কারণে সরাসরি আমার ঘরে তারা প্রবেশ করে। তারা পানি ও মুড়ি খেতে চাইলে কল থেকে পানি আনতে গেলে দুজন আমার হাত-পা বেঁধে ফেলে। আমার স্ত্রী-সন্তানদের ডেকে তুলে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা নগদ ৫২ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

আতিয়ার রহমান আরও বলেন, একই বাড়ির মধ্যে আমার বড় ভাই আনোয়ারের ঘরে ঢুকে তাদেরকেও জিম্মি করে নগদ ১০ হাজার টাকা ও তার স্ত্রীর কানের স্বর্ণের দুল নিয়ে যায়। এছাড়া তারা চলে যাওয়ার সময় একটু দূরে দুটি লাল কসটেপ দিয়ে মোড়ানো বোমা সাদৃশ্য বস্তু রেখে যায়। পরবর্তীতে পুলিশকে জানালে তারা এসে বিস্তারিত শোনেন এবং বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করে বালতির পানির ভেতরে আমার বাড়িতেই রেখে যায়। এটি ককটেল বলে ধারণা করছি।

তিনি আরও বলেন, তাদের প্রত্যেকে হাফপ্যান্ট, কালো গেঞ্জি ও কালো মুখোশ পরিহিত ছিলেন। তাদের হাতে ধারাল অস্ত্র ও লোহার রড ছিল। আমি কাউকে চিনতে পারেনি। এ ঘটনায় আমি আইনগত ব্যবস্থা গ্রহন করব।

দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবীর বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শক করেছি এবং ভুক্তভোগীদের নিকট বিস্তারিত শুনেছি। ডাকাতদল দুই ভাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। এছাড়া ঘটনাস্থল থেকে একটু দূরেই দুটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখছি। অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনার জোর প্রচেষ্টা চলছে৷

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গোপন ষড়যন্ত্রের প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চুয়াডাঙ্গায় দুই পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট

আপডেট সময় : ১১:২৫:১২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুরে অস্ত্রের মুখে দুই পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে ডাকাতদল। এছাড়াও দুটি বোমা সাদৃশ্য বস্তু রেখে গেছে তারা।

সোমবার (২৬ মে) মধ্যরাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাকাতদলের রেখে যাওয়া বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করে হেফাজতে নিয়েছে।

ভুক্তভোগীরা হলেন, পুরাতন বাস্তপুর গ্রামের মাঠপাড়ার মৃত. জোনাব আলীর দুই ছেলে আতিয়ার রহমান ও আনোয়ার হোসেন।

ভুক্তভোগী আতিয়ার রহমান বলেন, রাতে খাবার খেয়ে ঘুমিয়ে ছিলাম। আনুমানিক ১টার দিকে হাফপ্যান্ট পরিহিত কালো মুখোশধারী অজ্ঞাতনামা ৫-৬ জনের একদল আমার ঘরে ঢুকে চর্চ লাইট জ্বালাতে থাকে৷ যেহেতু আমার বাড়িটি নির্মাণাধীন হওয়া মূল ফটক (গেট) না থাকার কারণে সরাসরি আমার ঘরে তারা প্রবেশ করে। তারা পানি ও মুড়ি খেতে চাইলে কল থেকে পানি আনতে গেলে দুজন আমার হাত-পা বেঁধে ফেলে। আমার স্ত্রী-সন্তানদের ডেকে তুলে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা নগদ ৫২ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

আতিয়ার রহমান আরও বলেন, একই বাড়ির মধ্যে আমার বড় ভাই আনোয়ারের ঘরে ঢুকে তাদেরকেও জিম্মি করে নগদ ১০ হাজার টাকা ও তার স্ত্রীর কানের স্বর্ণের দুল নিয়ে যায়। এছাড়া তারা চলে যাওয়ার সময় একটু দূরে দুটি লাল কসটেপ দিয়ে মোড়ানো বোমা সাদৃশ্য বস্তু রেখে যায়। পরবর্তীতে পুলিশকে জানালে তারা এসে বিস্তারিত শোনেন এবং বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করে বালতির পানির ভেতরে আমার বাড়িতেই রেখে যায়। এটি ককটেল বলে ধারণা করছি।

তিনি আরও বলেন, তাদের প্রত্যেকে হাফপ্যান্ট, কালো গেঞ্জি ও কালো মুখোশ পরিহিত ছিলেন। তাদের হাতে ধারাল অস্ত্র ও লোহার রড ছিল। আমি কাউকে চিনতে পারেনি। এ ঘটনায় আমি আইনগত ব্যবস্থা গ্রহন করব।

দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবীর বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শক করেছি এবং ভুক্তভোগীদের নিকট বিস্তারিত শুনেছি। ডাকাতদল দুই ভাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। এছাড়া ঘটনাস্থল থেকে একটু দূরেই দুটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখছি। অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনার জোর প্রচেষ্টা চলছে৷