মঙ্গলবার | ২ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo পুলিশের অভিযানে পলাশবাড়ীতে চোরাই মাল উদ্ধার : দুই ভাঙ্গারি ব্যবসায়ী আটক Logo পলাশবাড়ীতে জুলাই যোদ্ধার বাবার প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ Logo পর্যটক সেন্টমার্টিন পৌঁছলে ফুল দিয়ে পর্যটকদের বরণ Logo বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি ও সুস্থতা কামনায় জীবননগরে ছাত্রদল ও শ্রমিকদের দোয়া Logo জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নিরাপত্তা জোরদারে ব্যাপক প্রস্তুতি সরকারের Logo কারুবাক পাণ্ডুলিপি পুরস্কার পেলেন এইচএম জাকির Logo চাঁদপুরে নতুন খাবারের আকর্ষণ ‘কাচ্চি ডাইন’ গ্রাহকদের ভিড় বেড়েই চলছে Logo বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় ৮ নং ধলহরাচন্দ্র ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo নোবিপ্রবির আধুনিকায়নে ৩৩৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন Logo পর্যটক সেন্টমার্টিন পৌঁছলে ফুল দিয়ে পর্যটকদের বরণ

চুয়াডাঙ্গায় দুই পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:২৫:১২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ৭৯৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুরে অস্ত্রের মুখে দুই পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে ডাকাতদল। এছাড়াও দুটি বোমা সাদৃশ্য বস্তু রেখে গেছে তারা।

সোমবার (২৬ মে) মধ্যরাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাকাতদলের রেখে যাওয়া বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করে হেফাজতে নিয়েছে।

ভুক্তভোগীরা হলেন, পুরাতন বাস্তপুর গ্রামের মাঠপাড়ার মৃত. জোনাব আলীর দুই ছেলে আতিয়ার রহমান ও আনোয়ার হোসেন।

ভুক্তভোগী আতিয়ার রহমান বলেন, রাতে খাবার খেয়ে ঘুমিয়ে ছিলাম। আনুমানিক ১টার দিকে হাফপ্যান্ট পরিহিত কালো মুখোশধারী অজ্ঞাতনামা ৫-৬ জনের একদল আমার ঘরে ঢুকে চর্চ লাইট জ্বালাতে থাকে৷ যেহেতু আমার বাড়িটি নির্মাণাধীন হওয়া মূল ফটক (গেট) না থাকার কারণে সরাসরি আমার ঘরে তারা প্রবেশ করে। তারা পানি ও মুড়ি খেতে চাইলে কল থেকে পানি আনতে গেলে দুজন আমার হাত-পা বেঁধে ফেলে। আমার স্ত্রী-সন্তানদের ডেকে তুলে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা নগদ ৫২ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

আতিয়ার রহমান আরও বলেন, একই বাড়ির মধ্যে আমার বড় ভাই আনোয়ারের ঘরে ঢুকে তাদেরকেও জিম্মি করে নগদ ১০ হাজার টাকা ও তার স্ত্রীর কানের স্বর্ণের দুল নিয়ে যায়। এছাড়া তারা চলে যাওয়ার সময় একটু দূরে দুটি লাল কসটেপ দিয়ে মোড়ানো বোমা সাদৃশ্য বস্তু রেখে যায়। পরবর্তীতে পুলিশকে জানালে তারা এসে বিস্তারিত শোনেন এবং বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করে বালতির পানির ভেতরে আমার বাড়িতেই রেখে যায়। এটি ককটেল বলে ধারণা করছি।

তিনি আরও বলেন, তাদের প্রত্যেকে হাফপ্যান্ট, কালো গেঞ্জি ও কালো মুখোশ পরিহিত ছিলেন। তাদের হাতে ধারাল অস্ত্র ও লোহার রড ছিল। আমি কাউকে চিনতে পারেনি। এ ঘটনায় আমি আইনগত ব্যবস্থা গ্রহন করব।

দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবীর বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শক করেছি এবং ভুক্তভোগীদের নিকট বিস্তারিত শুনেছি। ডাকাতদল দুই ভাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। এছাড়া ঘটনাস্থল থেকে একটু দূরেই দুটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখছি। অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনার জোর প্রচেষ্টা চলছে৷

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুলিশের অভিযানে পলাশবাড়ীতে চোরাই মাল উদ্ধার : দুই ভাঙ্গারি ব্যবসায়ী আটক

চুয়াডাঙ্গায় দুই পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট

আপডেট সময় : ১১:২৫:১২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুরে অস্ত্রের মুখে দুই পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে ডাকাতদল। এছাড়াও দুটি বোমা সাদৃশ্য বস্তু রেখে গেছে তারা।

সোমবার (২৬ মে) মধ্যরাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাকাতদলের রেখে যাওয়া বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করে হেফাজতে নিয়েছে।

ভুক্তভোগীরা হলেন, পুরাতন বাস্তপুর গ্রামের মাঠপাড়ার মৃত. জোনাব আলীর দুই ছেলে আতিয়ার রহমান ও আনোয়ার হোসেন।

ভুক্তভোগী আতিয়ার রহমান বলেন, রাতে খাবার খেয়ে ঘুমিয়ে ছিলাম। আনুমানিক ১টার দিকে হাফপ্যান্ট পরিহিত কালো মুখোশধারী অজ্ঞাতনামা ৫-৬ জনের একদল আমার ঘরে ঢুকে চর্চ লাইট জ্বালাতে থাকে৷ যেহেতু আমার বাড়িটি নির্মাণাধীন হওয়া মূল ফটক (গেট) না থাকার কারণে সরাসরি আমার ঘরে তারা প্রবেশ করে। তারা পানি ও মুড়ি খেতে চাইলে কল থেকে পানি আনতে গেলে দুজন আমার হাত-পা বেঁধে ফেলে। আমার স্ত্রী-সন্তানদের ডেকে তুলে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা নগদ ৫২ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

আতিয়ার রহমান আরও বলেন, একই বাড়ির মধ্যে আমার বড় ভাই আনোয়ারের ঘরে ঢুকে তাদেরকেও জিম্মি করে নগদ ১০ হাজার টাকা ও তার স্ত্রীর কানের স্বর্ণের দুল নিয়ে যায়। এছাড়া তারা চলে যাওয়ার সময় একটু দূরে দুটি লাল কসটেপ দিয়ে মোড়ানো বোমা সাদৃশ্য বস্তু রেখে যায়। পরবর্তীতে পুলিশকে জানালে তারা এসে বিস্তারিত শোনেন এবং বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করে বালতির পানির ভেতরে আমার বাড়িতেই রেখে যায়। এটি ককটেল বলে ধারণা করছি।

তিনি আরও বলেন, তাদের প্রত্যেকে হাফপ্যান্ট, কালো গেঞ্জি ও কালো মুখোশ পরিহিত ছিলেন। তাদের হাতে ধারাল অস্ত্র ও লোহার রড ছিল। আমি কাউকে চিনতে পারেনি। এ ঘটনায় আমি আইনগত ব্যবস্থা গ্রহন করব।

দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবীর বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শক করেছি এবং ভুক্তভোগীদের নিকট বিস্তারিত শুনেছি। ডাকাতদল দুই ভাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। এছাড়া ঘটনাস্থল থেকে একটু দূরেই দুটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখছি। অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনার জোর প্রচেষ্টা চলছে৷