শিরোনাম :
Logo ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের জন্য ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা বাংলাদেশের Logo ইডেন কলেজ সাংবাদিক সমিতির আত্মপ্রকাশ- নেতৃত্বে স্মৃতি ও তানজিলা Logo রাবি ক্যাম্পাসে মিছিলে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ Logo জবির দ্বিতীয় ক্যাম্পাসের সংশোধিত প্রকল্পের অনুমোদন Logo ২৫টি মোবাইল ফোন ও ৭০টি ভুয়া রেজিস্ট্রেশনকৃত সিম জব্দ Logo চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে হাসপাতালে গরু ব্যবসায়ী Logo প্রাথমিক স্কোয়াডে হামজা-শমিত, ফাহমিদুল-কিউবারা পেয়েছেন জায়গা? Logo ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধান উপদেষ্টার Logo রাতের মধ্যে ১৯ অঞ্চলে ঝড়ের আভাস, সতর্ক সংকেত Logo একমাত্র মুসলিম দেশ পাকিস্তানের পারমাণবিক শক্তিধর হওয়ার ২৭ বছর

চুয়াডাঙ্গায় সার ডিলারের দুর্নীতির প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

চয়াডাঙ্গার বেগমপুর ইউনিয়নে সার ডিলারের দুর্নীতির প্রতিবাদে সোমবার (২৬ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন কৃষকরা। দীর্ঘদিনের অনিয়ম, হয়রানি ও অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ তুলে তারা দ্রুত তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা দাবি করেন।

মানববন্ধনে অংশ নেওয়া কৃষক মোহাম্মদ পূজা মণ্ডল বলেন, “আমি ছয় বিঘা জমিতে চাষ করি। সময়মতো সার না পেলে চাষাবাদে বড় ক্ষতি হয়। কিন্তু এই ডিলার আমাদের হয়রানি করে, বাড়তি টাকা নেয়। অনেক সময় প্রকৃত কৃষকদের বাদ দিয়ে নিজের লোকদের সার দেয়।”

আরিফ (৩২), পিতা মৃত হযরত আলী সরদার বলেন, “সরকারি দামে সার পাওয়ার কথা থাকলেও আমরা সেটা পাই না। দোকানে গেলে বলে ‘সার শেষ’, অথচ কিছুক্ষণ পরই দেখা যায় পরিচিত লোকদের দিয়ে বস্তা বস্তা সার নিয়ে যাচ্ছে।”

একই অভিযোগ করেন কাজল আহমেদ আব্বাস (৪২)। তিনি বলেন, “ডিলার আকবর আলীর অনিয়ম আমাদের চাষাবাদের ওপর সরাসরি প্রভাব ফেলছে। এভাবে চলতে থাকলে আমরা ফসল ফলিয়ে খেতে পারব না।”

মনসুর আলী (৩৩) বলেন, “আমরা কৃষক, আমাদের জীবন জমির ওপর নির্ভর করে। কিন্তু যখন প্রয়োজনের সময় সার মেলে না, তখন বড় বিপদে পড়ে যাই। এসব অনিয়ম আর বরদাস্ত করা যায় না।”

কৃষক আবুল হাসান (৪৩) বলেন, “সরকার যদি এ বিষয়ে এখনই ব্যবস্থা না নেয়, তাহলে আমাদের সামনে আরও কঠিন সময় আসবে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ চাই।”

মানববন্ধনে আব্দুর রহিম ও মোঃ সোহাগ হোসেন (৬০)–সহ আরও অনেক কৃষক অংশ নেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এসব অনিয়ম চলছে। এবার আর চুপ করে থাকবেন না তারা।

মানববন্ধনের আয়োজকরা বলেন, “আমরা প্রশাসনের প্রতি আস্থা রাখি। তবে প্রয়োজন হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনে যাব।”

ডিলার আকবর আলীর পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের জন্য ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা বাংলাদেশের

চুয়াডাঙ্গায় সার ডিলারের দুর্নীতির প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

আপডেট সময় : ০১:৫০:৪৮ অপরাহ্ণ, সোমবার, ২৬ মে ২০২৫

চয়াডাঙ্গার বেগমপুর ইউনিয়নে সার ডিলারের দুর্নীতির প্রতিবাদে সোমবার (২৬ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন কৃষকরা। দীর্ঘদিনের অনিয়ম, হয়রানি ও অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ তুলে তারা দ্রুত তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা দাবি করেন।

মানববন্ধনে অংশ নেওয়া কৃষক মোহাম্মদ পূজা মণ্ডল বলেন, “আমি ছয় বিঘা জমিতে চাষ করি। সময়মতো সার না পেলে চাষাবাদে বড় ক্ষতি হয়। কিন্তু এই ডিলার আমাদের হয়রানি করে, বাড়তি টাকা নেয়। অনেক সময় প্রকৃত কৃষকদের বাদ দিয়ে নিজের লোকদের সার দেয়।”

আরিফ (৩২), পিতা মৃত হযরত আলী সরদার বলেন, “সরকারি দামে সার পাওয়ার কথা থাকলেও আমরা সেটা পাই না। দোকানে গেলে বলে ‘সার শেষ’, অথচ কিছুক্ষণ পরই দেখা যায় পরিচিত লোকদের দিয়ে বস্তা বস্তা সার নিয়ে যাচ্ছে।”

একই অভিযোগ করেন কাজল আহমেদ আব্বাস (৪২)। তিনি বলেন, “ডিলার আকবর আলীর অনিয়ম আমাদের চাষাবাদের ওপর সরাসরি প্রভাব ফেলছে। এভাবে চলতে থাকলে আমরা ফসল ফলিয়ে খেতে পারব না।”

মনসুর আলী (৩৩) বলেন, “আমরা কৃষক, আমাদের জীবন জমির ওপর নির্ভর করে। কিন্তু যখন প্রয়োজনের সময় সার মেলে না, তখন বড় বিপদে পড়ে যাই। এসব অনিয়ম আর বরদাস্ত করা যায় না।”

কৃষক আবুল হাসান (৪৩) বলেন, “সরকার যদি এ বিষয়ে এখনই ব্যবস্থা না নেয়, তাহলে আমাদের সামনে আরও কঠিন সময় আসবে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ চাই।”

মানববন্ধনে আব্দুর রহিম ও মোঃ সোহাগ হোসেন (৬০)–সহ আরও অনেক কৃষক অংশ নেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এসব অনিয়ম চলছে। এবার আর চুপ করে থাকবেন না তারা।

মানববন্ধনের আয়োজকরা বলেন, “আমরা প্রশাসনের প্রতি আস্থা রাখি। তবে প্রয়োজন হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনে যাব।”

ডিলার আকবর আলীর পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।