তিন দফা দাবি আদায়ে শ্রেণি কক্ষে পাঠদান বন্ধ করে দিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। আজ সোমবার (২৬ মে) বিদ্যালয় খোলা থাকলেও কোনো ক্লাস নিচ্ছেন না শিক্ষকরা। প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকে আজ থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস বন্ধ রাখা হবে বলে জানান তারা।
শিক্ষকরা বলছেন, ৩ দফা অনুযায়ী প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নে করা পরামর্শক কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে শুরুর পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের এই কর্মসূচি চলবে।
শিক্ষার্থীরা জানায়, তারা বিদ্যালয়ে এসে ক্লাস না হওয়ায় বসে আছে। একটু পরে বাড়ি চলে যাবে। অভিযোগের সুরে অভিভাবকরা বলছেন, ক্লাস বন্ধ থাকায় তারা শিক্ষার্থীদের পড়াশোনা নিয়ে উদ্বিগ্ন। দ্রুত পাঠদান শুরুর দাবি জানান তারা।