শিরোনাম :
Logo কয়রায় যৌথবাহিনীর চেকপোস্ট Logo লক্ষ্মীপুরে ক্যান্সারে আক্রান্ত রোগীকে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের নগদ অর্থ প্রদান Logo বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদপুরে স্মরণকালের বর্ণাঢ্য র‌্যালি Logo জামায়াতের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা Logo শ্রীরাধার প্রেম ও প্রার্থনায় মুখর ইবির টিএসএসসি প্রাঙ্গণ Logo চবি শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ Logo রাকসু নিয়ে উত্তেজনা ; বক্তব্য দেওয়ার সময় শিবির সভাপতির বুকে বোতল নিক্ষেপ Logo মাদ্রাসা শিক্ষার্থীদের পানির ফিল্টার দিলেন স্বেচ্ছাসেবী নারী উদ্যোক্তা সংগঠন বিজয়ী Logo চাঁদপুরে মাদক নির্মূলে সাহসিকতার সাথে কাজ করছে সহকারী পরিচালক মুহাঃ মিজানুর রহমান Logo পশ্চিম ছাত্রদলের নবগঠিত কমিটিকে সংবর্ধনা – ঐক্যবদ্ধভাবে মিলনকে এমপি করার অঙ্গীকার

প্রধান উপদেষ্টার সঙ্গে আজ দুই দফায় বসবেন যারা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেশের বিশিষ্ট রাজনৈতিক ও ধর্মীয় দলগুলোর নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠক আজ রোববার বিকেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকটি প্রধান অতিথি ভবন যমুনায় দুই দফায় আয়োজিত হবে। প্রথম দফায় বিকেল ৫টায় এবং দ্বিতীয় দফায় বিকেল ৬টায় আলাদা আলাদা সময়সূচিতে এই সংলাপ অনুষ্ঠিত হবে।

বৈঠকে অংশ নিচ্ছেন বিভিন্ন মতাদর্শের রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃবৃন্দ। প্রথম দফায় যারা অংশ নেবেন, তাদের মধ্যে রয়েছেন এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকী, এবি পার্টির সদস্যসচিব মুজিবর রহমান মঞ্জু, সিপিবির সাবেক সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, ভাসানী অনুসারী পরিষদের নেতা খালেকুজ্জামান ভূঁইয়া, বিএনএফ নেতা টিপু বিশ্বাস, এবং গণ অধিকার পরিষদের নেতারা হাসনাত কাইয়ুম, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ও শেখ রফিকুল ইসলাম বাবলু।

দ্বিতীয় দফার বৈঠকে অংশ নেবেন দেশের ইসলামি ধারার কয়েকটি দলের শীর্ষ আলেম ও নেতৃবৃন্দ। তাদের মধ্যে রয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা আহমেদ আব্দুল কাদের, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মাওলানা মুসা বিন ইজহার ও মাওলানা আজিজুল হক ইসলামাবাদি, হেফাজতে ইসলামের আলোচিত নেতা মাওলানা মামুনুল হক, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নিজামে ইসলাম পার্টির মাওলানা রেজাউল করিম, খেলাফত মজলিসের মাওলানা সাদিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের মুফতি মাওলানা শাখাওয়াত হোসাইন রাযি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।

সূত্র জানায়, বৈঠকে জাতীয় নির্বাচন সামনে রেখে একটি অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য রাজনৈতিক রোডম্যাপ, নির্বাচনকালীন প্রশাসনিক কাঠামো এবং সম্ভাব্য সংস্কার নিয়ে আলোচনা হবে। রাজনৈতিক ও ধর্মীয় উভয় পক্ষ থেকেই নির্বাচন প্রক্রিয়াকে শান্তিপূর্ণ, অবাধ এবং সবার অংশগ্রহণমূলক করার আহ্বান আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার রাতে (২৪ মে) সন্ধ্যায় যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে পৃথক বৈঠকে প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রত্যেক দলকে স্পষ্টভাবে জানানো হয়, নির্বাচন সময়মতোই হবে—না আগে, না পরে। প্রধান উপদেষ্টা স্পষ্ট করে জানান, নির্বাচন অনুষ্ঠিত হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে।

ট্যাগস :

কয়রায় যৌথবাহিনীর চেকপোস্ট

প্রধান উপদেষ্টার সঙ্গে আজ দুই দফায় বসবেন যারা

আপডেট সময় : ০৩:০৪:৪০ অপরাহ্ণ, রবিবার, ২৫ মে ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেশের বিশিষ্ট রাজনৈতিক ও ধর্মীয় দলগুলোর নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠক আজ রোববার বিকেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকটি প্রধান অতিথি ভবন যমুনায় দুই দফায় আয়োজিত হবে। প্রথম দফায় বিকেল ৫টায় এবং দ্বিতীয় দফায় বিকেল ৬টায় আলাদা আলাদা সময়সূচিতে এই সংলাপ অনুষ্ঠিত হবে।

বৈঠকে অংশ নিচ্ছেন বিভিন্ন মতাদর্শের রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃবৃন্দ। প্রথম দফায় যারা অংশ নেবেন, তাদের মধ্যে রয়েছেন এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকী, এবি পার্টির সদস্যসচিব মুজিবর রহমান মঞ্জু, সিপিবির সাবেক সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, ভাসানী অনুসারী পরিষদের নেতা খালেকুজ্জামান ভূঁইয়া, বিএনএফ নেতা টিপু বিশ্বাস, এবং গণ অধিকার পরিষদের নেতারা হাসনাত কাইয়ুম, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ও শেখ রফিকুল ইসলাম বাবলু।

দ্বিতীয় দফার বৈঠকে অংশ নেবেন দেশের ইসলামি ধারার কয়েকটি দলের শীর্ষ আলেম ও নেতৃবৃন্দ। তাদের মধ্যে রয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা আহমেদ আব্দুল কাদের, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মাওলানা মুসা বিন ইজহার ও মাওলানা আজিজুল হক ইসলামাবাদি, হেফাজতে ইসলামের আলোচিত নেতা মাওলানা মামুনুল হক, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নিজামে ইসলাম পার্টির মাওলানা রেজাউল করিম, খেলাফত মজলিসের মাওলানা সাদিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের মুফতি মাওলানা শাখাওয়াত হোসাইন রাযি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।

সূত্র জানায়, বৈঠকে জাতীয় নির্বাচন সামনে রেখে একটি অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য রাজনৈতিক রোডম্যাপ, নির্বাচনকালীন প্রশাসনিক কাঠামো এবং সম্ভাব্য সংস্কার নিয়ে আলোচনা হবে। রাজনৈতিক ও ধর্মীয় উভয় পক্ষ থেকেই নির্বাচন প্রক্রিয়াকে শান্তিপূর্ণ, অবাধ এবং সবার অংশগ্রহণমূলক করার আহ্বান আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার রাতে (২৪ মে) সন্ধ্যায় যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে পৃথক বৈঠকে প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রত্যেক দলকে স্পষ্টভাবে জানানো হয়, নির্বাচন সময়মতোই হবে—না আগে, না পরে। প্রধান উপদেষ্টা স্পষ্ট করে জানান, নির্বাচন অনুষ্ঠিত হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে।