বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের বিএনপির ৩১ দফার মধ্যে ২৫তম দফায় চাহিদা ও জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষে চাঁদপুরের কচুয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়েছে।
বৃহস্পতিবার অস্্েরটালিয়া বিএনপি শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মো. হাবিবুর রহমানের উদ্যোগে নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়।
ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান ওইদিন সকালে ওই বিদ্যালয়ে অ্যাসেম্বলীতে শিক্ষার্থীদের সাথে জাতীয় সংগীত পরিবেশনে অংশগ্রহন করেন । পরে তাদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন এবং চাহিদা ও জ্ঞানভিত্তিক শিক্ষা বাস্তবায়নের লক্ষে আলোচনা করেন। পরে ইঞ্জিনিয়ার মো. হাবিবুর রহমান বিদ্যালয়ে ভবনের পাশে চারা রোপন করেন এবং শিক্ষার্থীদের সাথে কৌশর বিনিময় করেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারাধান চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে এসময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আহসান উল্যাহ বাবুল,আবুল খায়ের সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।