শিরোনাম :
Logo মৃত্যুদণ্ড বজায় রেখে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন Logo সিরাজদিখানে মরহুম হাজী জয়নাল আবেদীন মাষ্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo ঢাকায় হামলার প্রতিবাদে খুবিতে প্রকৌশল অধিকার দাবিতে মানববন্ধন Logo চিকিৎসার অভাবে মানবেতর জীবন যাপন করছেন প্রবাসফেরত ইসমাইল হোসেন Logo চিত্রা-নড়াইল জেলা ছাত্রকল্যাণ ফাউন্ডেশনের নেতৃত্বে আরমান ও বোরহান Logo চাঁদপুর সদরের জনবান্ধব ইউএনও সাখাওয়াত জামিল সৈকতকে লক্ষ্মীপুরের এডিসি পদে বদলী Logo বেরোবিতে ভর্তি পরীক্ষার আসন বরাদ্দে অনিময়ের অভিযোগ ; প্রশাসন বলছে শিক্ষার্থীদের বুঝার ভুল Logo প্রকাশিত হয়েছে কবি ও কথাসাহিত্যিক নুরুন্নাহার মুন্নির সাহিত্য পত্রিকা ‘আখ্যান’ Logo পলাশবাড়ী পৌর এলাকায় জমি জবর দখলের অভিযোগ Logo প্রবাসফেরত ইসমাইলের পাশে দাঁড়ালেন এনসিপি নেতা ডা. আরিফুল ইসলাম

নতুন নেতৃত্বে ইবির ফুটবল অ্যাসোসিয়েশন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফুটবল খেলোয়াড়দের সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় ফুটবল অ্যাসোসিয়েশন (আইইউএফএ) এর বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মোঃ সাদেক হোসেনকে সভাপতি এবং বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মোঃ শাহরিয়ার নাজিমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (১৯ মে) সংগঠনটির উপদেষ্টা পরিষদের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী, অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম এবং বর্তমান কমিটির সভাপতি মোঃ জিয়ন সরকার ও সাধারণ সম্পাদক মোঃ কবিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইসলামী বিশ্ববিদ্যালয় ফুটবল অ্যাসোসিয়েশন- এর কেন্দ্রীয় সাংগঠনিক কমিটি ২০২৪-২০২৫ আগামী ১ (এক) বছরের জন্য নিম্নোক্ত আংশিক কমিটি অনুমোদন দেওয়া হলো।

এতে আরও বলা হয়, আংশিক কমিটিকে আগামী ৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও প্রকাশ করার জন্য বলা হলো।

এ বিষয়ে নতুন কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহরিয়ার নাজিম বলেন, এটা নিঃসন্দেহে আমার জীবনের একটি গর্বের মুহূর্ত। আমি এই দায়িত্বকে শুধু একটি পদ হিসেবে নয়, বরং একটি অঙ্গীকার হিসেবে দেখছি। যার মাধ্যমে আমি বিশ্ববিদ্যালয়ের ফুটবল উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে চাই। এছড়া বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ থেকে প্রতিভাবান ফুটবলারদের খুঁজে বের করে একটি শক্তিশালী ইউনিভার্সিটি দল গঠন করব। নিয়মিত অনুশীলন, আন্তঃবিভাগীয় টুর্নামেন্ট, ও বাইরের টিমের সাথে প্রীতি ম্যাচ আয়োজন করাও আমাদের পরিকল্পনায় রয়েছে।

এ বিষয়ে নতুন কমিটির সভাপতি মোঃ সাদেক হোসেন বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আমাকে মনোনীত করায় আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই দায়িত্বকে আমি গর্ব ও দায়িত্ববোধের সাথে গ্রহণ করছি। সবার সহযোগিতায় আমরা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনা ও সাফল্যের দিগন্ত উন্মোচন করবো এই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাইকে সঙ্গে থাকার আহ্বান জানাই। সবাইকে একসাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ফুটবলকে নতুনমাত্রায় নিয়ে যেতে চাই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মৃত্যুদণ্ড বজায় রেখে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন

নতুন নেতৃত্বে ইবির ফুটবল অ্যাসোসিয়েশন

আপডেট সময় : ০৩:৩৮:৪৮ অপরাহ্ণ, সোমবার, ১৯ মে ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফুটবল খেলোয়াড়দের সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় ফুটবল অ্যাসোসিয়েশন (আইইউএফএ) এর বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মোঃ সাদেক হোসেনকে সভাপতি এবং বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মোঃ শাহরিয়ার নাজিমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (১৯ মে) সংগঠনটির উপদেষ্টা পরিষদের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী, অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম এবং বর্তমান কমিটির সভাপতি মোঃ জিয়ন সরকার ও সাধারণ সম্পাদক মোঃ কবিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইসলামী বিশ্ববিদ্যালয় ফুটবল অ্যাসোসিয়েশন- এর কেন্দ্রীয় সাংগঠনিক কমিটি ২০২৪-২০২৫ আগামী ১ (এক) বছরের জন্য নিম্নোক্ত আংশিক কমিটি অনুমোদন দেওয়া হলো।

এতে আরও বলা হয়, আংশিক কমিটিকে আগামী ৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও প্রকাশ করার জন্য বলা হলো।

এ বিষয়ে নতুন কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহরিয়ার নাজিম বলেন, এটা নিঃসন্দেহে আমার জীবনের একটি গর্বের মুহূর্ত। আমি এই দায়িত্বকে শুধু একটি পদ হিসেবে নয়, বরং একটি অঙ্গীকার হিসেবে দেখছি। যার মাধ্যমে আমি বিশ্ববিদ্যালয়ের ফুটবল উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে চাই। এছড়া বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ থেকে প্রতিভাবান ফুটবলারদের খুঁজে বের করে একটি শক্তিশালী ইউনিভার্সিটি দল গঠন করব। নিয়মিত অনুশীলন, আন্তঃবিভাগীয় টুর্নামেন্ট, ও বাইরের টিমের সাথে প্রীতি ম্যাচ আয়োজন করাও আমাদের পরিকল্পনায় রয়েছে।

এ বিষয়ে নতুন কমিটির সভাপতি মোঃ সাদেক হোসেন বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আমাকে মনোনীত করায় আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই দায়িত্বকে আমি গর্ব ও দায়িত্ববোধের সাথে গ্রহণ করছি। সবার সহযোগিতায় আমরা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনা ও সাফল্যের দিগন্ত উন্মোচন করবো এই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাইকে সঙ্গে থাকার আহ্বান জানাই। সবাইকে একসাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ফুটবলকে নতুনমাত্রায় নিয়ে যেতে চাই।