স্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়া বিপাশা খাতুন (৩০) নামের এক যুবতীর মরদেহ উদ্ধার করা হয়েছে
গতকাল বুধবার দুপুরে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
বিপাশা খাতুন ইসলামপাড়ার চাঁদ মিয়ার মেয়ে। তিনি অবিবাহিত ছিলেন।
এদিকে, তার মৃত্যু নিয়ে রহস্যের দানা বেধেছে। তবে তার পরিবারের সদস্যরা এ বিষয়ে মুখ খোলেনি।
ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করেন এবং প্রাথমিক তদন্ত শুরু করেন। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। মেয়েটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। আত্মহত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।