শিরোনাম :
Logo শেরপুরে পলিটেকনিকে ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রশিবির Logo সাতক্ষীরা সীমান্তে নারী-শিশুসহ ১৫ বাংলাদেশীকে আটক করে বিজিবির হাতে দিল বিএসএফ Logo তরুণরাই দেশের রাজনৈতিক ভবিষ্যত পুনর্গঠন করবে : পররাষ্ট্র উপদেষ্টা Logo সিরাজগঞ্জে সড়কদ্বীপে আগাছা পরিস্কার Logo চর্যাপদ সাহিত্য একাডেমির ৫ম বই উপহার মাস ঘোষণা Logo অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করতে চান হিরো মনির Logo কয়রায় সিপিপির আড়ালে আওয়ামী এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ Logo চাঁদপুর সদর স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রফিকুল হাসান ফয়সলের যোগদান Logo খুবিতে আন্তঃডিসিপ্লিন কুইজ প্রতিযোগিতা শুরু Logo মৃত্যুদণ্ড বজায় রেখে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন

চাঁদপুরে জুলাই যোদ্ধাদের মাঝে ৫৯ লাখ টাকার চেক বিতরণ

চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহত ৩০টি পরিবারের মাঝে ৫৯ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত
এক অনুষ্ঠানের মাধ্যমে এই চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন,
এই চেক শুধুমাত্র আর্থিক অনুদান নয়, এটি আপনাদের জন্য একটি সম্মাননা। জুলাই গণঅভ্যুত্থানের বীর সন্তানরা আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। জুলাই গণঅভ্যুথানে আহত জুলাই যোদ্ধাদের পাশে সব সময়ই বর্তমান সরকার আছে। তাদের যাবতীয় সহযোগীতায় ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার কাজ করে যাচ্ছে। আপনারা জানেন এই অর্থের পেছনে কত আত্মত্যাগ রয়েছে। একজন শহীদ যখন পরিবার রেখে চলে যান, তখন তার বাবা-মা, স্ত্রী ও সন্তানদের মাঝে এই অর্থ বণ্টন করা আইনত নির্ধারিত। কিন্তু অনেকে আছেন যারা অনৈতিকভাবে এই টাকার ভাগ বণ্টন নিয়ে বিরোধে জড়াচ্ছেন।

তিনি আরও বলেন, মা থাকলে আশা করি তিনিই সঠিক বণ্টনের দায়িত্ব নিবেন। কারণ দিনশেষে সবাই পরিবার –নাতি-নাতনি,শ্বশুর-শাশুড়ি, সবাই মিলেই এই সহায়তার উপকারভোগী হবেন। তাছাড়া জুলাই গণঅভ্যুত্থানের আর্থিক সহায়তা অনুদান আইনত পাবেন মৃত ব্যাক্তির স্ত্রী-সন্তান ও বাবা মা।

জেলা প্রশাসক বলেন, কিছু পরিবার থেকে অভিযোগ এসেছে, কেউ কেউ অনুদানের টাকা পেয়েও পরিবারের অন্য সদস্যদের দেননি। যেমন, শ্বাশুড়ি পুত্রবধূকে টাকা দেননি, বা ভাই টাকা নিয়ে ভাগ করেননি। এসব বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি এবং জানান, যথাযথ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম জাকারিয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ইকবাল, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোঃ শাহাদাত হোসেন চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, হিসাব রক্ষক ইকবাল হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশাসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

ছবির ক্যাপশন: চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহত ৩০টি পরিবারের মাঝে ৫৯ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শেরপুরে পলিটেকনিকে ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রশিবির

চাঁদপুরে জুলাই যোদ্ধাদের মাঝে ৫৯ লাখ টাকার চেক বিতরণ

আপডেট সময় : ০৫:১৪:০২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহত ৩০টি পরিবারের মাঝে ৫৯ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত
এক অনুষ্ঠানের মাধ্যমে এই চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন,
এই চেক শুধুমাত্র আর্থিক অনুদান নয়, এটি আপনাদের জন্য একটি সম্মাননা। জুলাই গণঅভ্যুত্থানের বীর সন্তানরা আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। জুলাই গণঅভ্যুথানে আহত জুলাই যোদ্ধাদের পাশে সব সময়ই বর্তমান সরকার আছে। তাদের যাবতীয় সহযোগীতায় ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার কাজ করে যাচ্ছে। আপনারা জানেন এই অর্থের পেছনে কত আত্মত্যাগ রয়েছে। একজন শহীদ যখন পরিবার রেখে চলে যান, তখন তার বাবা-মা, স্ত্রী ও সন্তানদের মাঝে এই অর্থ বণ্টন করা আইনত নির্ধারিত। কিন্তু অনেকে আছেন যারা অনৈতিকভাবে এই টাকার ভাগ বণ্টন নিয়ে বিরোধে জড়াচ্ছেন।

তিনি আরও বলেন, মা থাকলে আশা করি তিনিই সঠিক বণ্টনের দায়িত্ব নিবেন। কারণ দিনশেষে সবাই পরিবার –নাতি-নাতনি,শ্বশুর-শাশুড়ি, সবাই মিলেই এই সহায়তার উপকারভোগী হবেন। তাছাড়া জুলাই গণঅভ্যুত্থানের আর্থিক সহায়তা অনুদান আইনত পাবেন মৃত ব্যাক্তির স্ত্রী-সন্তান ও বাবা মা।

জেলা প্রশাসক বলেন, কিছু পরিবার থেকে অভিযোগ এসেছে, কেউ কেউ অনুদানের টাকা পেয়েও পরিবারের অন্য সদস্যদের দেননি। যেমন, শ্বাশুড়ি পুত্রবধূকে টাকা দেননি, বা ভাই টাকা নিয়ে ভাগ করেননি। এসব বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি এবং জানান, যথাযথ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম জাকারিয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ইকবাল, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোঃ শাহাদাত হোসেন চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, হিসাব রক্ষক ইকবাল হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশাসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

ছবির ক্যাপশন: চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহত ৩০টি পরিবারের মাঝে ৫৯ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।