চুয়াডাঙ্গা সদরের কুতুবপুরে একটি ভুট্টা ক্ষেত থেকে আলমগীর হোসেন (৩৬) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ মে) বেলা ১২টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে সদর থানা পুলিশ।
এর আগে, সকালে ভুট্টা ক্ষেতের মধ্যে আলমগীরের অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে।
নিহত আলমগীর হোসেন সদর হাসপাতালের কুতুবপুত গ্রামের পশ্চিমপাড়ার সামসুল হকের ছেলে।
আলমগীরের পরিবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ৩ দিন আগে ভুট্টা ক্ষেতে কাজ করছিলেন আলমগীর। ভুট্টার শুকনা গাছ (খড়ি) দুইবার বাড়িতে নিয়ে এসেছিলেন। তারপর আর ফেরেনি বাড়িতে৷ অনেক খোঁজা করেও পাননি৷ মঙ্গলবার সকালে ভুট্টা ক্ষেতে তার মরদেহ পাওয়া যায়।
এদিকে, ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতারা পরিদর্শন করেছেন।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে অতিরিক্ত তাপের মধ্যে কাজ করার সময় স্ট্রোকজনিত কারণে মৃত্যু হতে পারে। পরিবারের সদসরা জানিয়েছেন, ৩ দিন আগে মাঠে থাকা ভুট্টার খড়ি নিয়ে আসছিল বাড়িতে৷ তৃতীয়বার আর আসেনি। ঘটনাস্থলে সিআইডি, পিবিআই পুলিশ আলামত সংগ্রহ করছে৷।
তিনি আরও বলেন, মরদেহের শরীরের কিছুস্থানে পচন ধরেছে৷ শরীরে কোন ক্ষতের চিহ্ন নেই। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গ পাঠানো হয়েছে।