শনিবার | ১৭ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জোট-মহাজোটের বাইরে ইসলামের একক শক্তি হাতপাখা -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহাপুর গ্রামে নবনির্মিত একটি দৃষ্টিনন্দন মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা চলছে, উপস্থিত রয়েছেন তারেক রহমান Logo চাঁদপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। Logo শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল Logo কচুয়ায় কাদিরখিল সমাজ কল্যাণ যুব সংঘের মাদকবিরোধী ও উন্নয়নমূলক আলোচনা সভা Logo সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার যমুনা টিভির সাতক্ষীরা প্রতিনিধি Logo পথিকৃৎ শিল্পীদের শিল্পকর্ম সংরক্ষণ করা প্রয়োজন : খুবি উপাচার্য Logo ছন্দে ফিরছে ঝিনাইদহ জেলা, একযুগ পর ঝিনাইদহ পেল সফল জেলা প্রশাসক একের পর এক ঝিনাইদহ শহর দখলমুক্ত করছেন জেলা প্রশাসক, আমজনতার অভিনন্দন Logo ইবিতে বিএনপিপন্থী শিক্ষককে ঘিরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শাখা ছাত্রদলের

এলডিসি উত্তরণে জরুরি ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে বাংলাদেশের সুষ্ঠু ও সময়মতো উত্তরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার প্রতি জরুরি ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

রোববার (১১ মে) অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এলডিসি উত্তরণ কমিটির এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে উত্তরণের জন্য নির্ধারিত মূল কার্যাবলীর অগ্রগতি পর্যালোচনা করা হয়।

প্রধান উপদেষ্টা বলেন, ‘এই পুরো বিষয়টি হলো সমন্বয়ের। বিনিয়োগকারী, অর্থায়নকারী ও উন্নয়ন সহযোগীদের দৃষ্টি ও সহায়তা আমরা ইতোমধ্যেই পেয়েছি। এখন আমাদের দরকার চলমান প্রচেষ্টার ওপর ভিত্তি করে এগিয়ে যাওয়া—দ্রুততা ও উদ্দেশ্য নিয়ে সমষ্টিগত পদক্ষেপ জোরদার করতে হবে।’

প্রাতিষ্ঠানিক প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘আমাদের এমন একটি টিম দরকার যারা অগ্নিনির্বাপক দলের মতো কাজ করবে—যখন সংকেত বাজবে, তখনই তারা দ্রুত, দক্ষভাবে ও বিলম্ব না করে সাড়া দেবে এবং সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত কাজ করে যাবে।’

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টার কার্যালয় এলডিসি উত্তরণের প্রক্রিয়া তদারকিতে সক্রিয় ভূমিকা রাখবে। ‘সরকারের সর্বোচ্চ দপ্তর থেকে উত্তরণ সংশ্লিষ্ট সব উদ্যোগ বাস্তবায়ন সরাসরি মনিটর করা হবে,’ বলেন তিনি।

সভায় এলডিসি উত্তরণ কমিটি পাঁচটি জরুরি অগ্রাধিকারমূলক কাজ চিহ্নিত করে, যা দ্রুত সম্পন্ন করতে হবে। সেগুলো হলো:
১. ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর পূর্ণাঙ্গ চালু করা, যাতে সব সংশ্লিষ্ট সংস্থার অংশগ্রহণ থাকে।
২. ২০২৩ সালের জাতীয় শুল্ক নীতি বাস্তবায়ন, একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনার মাধ্যমে।
৩. ২০২৪ সালের জাতীয় লজিস্টিকস নীতির অধীন মূল পদক্ষেপ বাস্তবায়ন, যার মধ্যে অবকাঠামোগত প্রকল্প অন্তর্ভুক্ত।
৪. সাভার ট্যানারি ভিলেজে ইটিপি (Effluent Treatment Plant)-এর কার্যক্রম সম্পূর্ণভাবে চালু করা, এবং
৫. মুন্সিগঞ্জের গজারিয়ায় এপিআই পার্কের (Active Pharmaceutical Ingredient Park) পূর্ণমাত্রায় কার্যক্রম শুরু করা।

প্রধান উপদেষ্টা বলেন, ‘এসব শুধু রুটিন কাজ নয়—প্রতিটি ধাপ আমাদের উত্তরণের পথ পরিষ্কার করে এবং একটি শক্তিশালী ও ন্যায্য অর্থনীতি গঠনে সহায়তা করে।’

বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীসহ এলডিসি উত্তরণ কমিটির সদস্য ও নীতিনির্ধারকরা উপস্থিত ছিলেন।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জোট-মহাজোটের বাইরে ইসলামের একক শক্তি হাতপাখা -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান

এলডিসি উত্তরণে জরুরি ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান

আপডেট সময় : ০৪:০৬:০৯ অপরাহ্ণ, রবিবার, ১১ মে ২০২৫

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে বাংলাদেশের সুষ্ঠু ও সময়মতো উত্তরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার প্রতি জরুরি ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

রোববার (১১ মে) অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এলডিসি উত্তরণ কমিটির এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে উত্তরণের জন্য নির্ধারিত মূল কার্যাবলীর অগ্রগতি পর্যালোচনা করা হয়।

প্রধান উপদেষ্টা বলেন, ‘এই পুরো বিষয়টি হলো সমন্বয়ের। বিনিয়োগকারী, অর্থায়নকারী ও উন্নয়ন সহযোগীদের দৃষ্টি ও সহায়তা আমরা ইতোমধ্যেই পেয়েছি। এখন আমাদের দরকার চলমান প্রচেষ্টার ওপর ভিত্তি করে এগিয়ে যাওয়া—দ্রুততা ও উদ্দেশ্য নিয়ে সমষ্টিগত পদক্ষেপ জোরদার করতে হবে।’

প্রাতিষ্ঠানিক প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘আমাদের এমন একটি টিম দরকার যারা অগ্নিনির্বাপক দলের মতো কাজ করবে—যখন সংকেত বাজবে, তখনই তারা দ্রুত, দক্ষভাবে ও বিলম্ব না করে সাড়া দেবে এবং সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত কাজ করে যাবে।’

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টার কার্যালয় এলডিসি উত্তরণের প্রক্রিয়া তদারকিতে সক্রিয় ভূমিকা রাখবে। ‘সরকারের সর্বোচ্চ দপ্তর থেকে উত্তরণ সংশ্লিষ্ট সব উদ্যোগ বাস্তবায়ন সরাসরি মনিটর করা হবে,’ বলেন তিনি।

সভায় এলডিসি উত্তরণ কমিটি পাঁচটি জরুরি অগ্রাধিকারমূলক কাজ চিহ্নিত করে, যা দ্রুত সম্পন্ন করতে হবে। সেগুলো হলো:
১. ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর পূর্ণাঙ্গ চালু করা, যাতে সব সংশ্লিষ্ট সংস্থার অংশগ্রহণ থাকে।
২. ২০২৩ সালের জাতীয় শুল্ক নীতি বাস্তবায়ন, একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনার মাধ্যমে।
৩. ২০২৪ সালের জাতীয় লজিস্টিকস নীতির অধীন মূল পদক্ষেপ বাস্তবায়ন, যার মধ্যে অবকাঠামোগত প্রকল্প অন্তর্ভুক্ত।
৪. সাভার ট্যানারি ভিলেজে ইটিপি (Effluent Treatment Plant)-এর কার্যক্রম সম্পূর্ণভাবে চালু করা, এবং
৫. মুন্সিগঞ্জের গজারিয়ায় এপিআই পার্কের (Active Pharmaceutical Ingredient Park) পূর্ণমাত্রায় কার্যক্রম শুরু করা।

প্রধান উপদেষ্টা বলেন, ‘এসব শুধু রুটিন কাজ নয়—প্রতিটি ধাপ আমাদের উত্তরণের পথ পরিষ্কার করে এবং একটি শক্তিশালী ও ন্যায্য অর্থনীতি গঠনে সহায়তা করে।’

বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীসহ এলডিসি উত্তরণ কমিটির সদস্য ও নীতিনির্ধারকরা উপস্থিত ছিলেন।