শিরোনাম :
Logo মৃত্যুদণ্ড বজায় রেখে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন Logo সিরাজদিখানে মরহুম হাজী জয়নাল আবেদীন মাষ্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo ঢাকায় হামলার প্রতিবাদে খুবিতে প্রকৌশল অধিকার দাবিতে মানববন্ধন Logo চিকিৎসার অভাবে মানবেতর জীবন যাপন করছেন প্রবাসফেরত ইসমাইল হোসেন Logo চিত্রা-নড়াইল জেলা ছাত্রকল্যাণ ফাউন্ডেশনের নেতৃত্বে আরমান ও বোরহান Logo চাঁদপুর সদরের জনবান্ধব ইউএনও সাখাওয়াত জামিল সৈকতকে লক্ষ্মীপুরের এডিসি পদে বদলী Logo বেরোবিতে ভর্তি পরীক্ষার আসন বরাদ্দে অনিময়ের অভিযোগ ; প্রশাসন বলছে শিক্ষার্থীদের বুঝার ভুল Logo প্রকাশিত হয়েছে কবি ও কথাসাহিত্যিক নুরুন্নাহার মুন্নির সাহিত্য পত্রিকা ‘আখ্যান’ Logo পলাশবাড়ী পৌর এলাকায় জমি জবর দখলের অভিযোগ Logo প্রবাসফেরত ইসমাইলের পাশে দাঁড়ালেন এনসিপি নেতা ডা. আরিফুল ইসলাম

গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ঘিরে প্রস্তুত ইবি

২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ‘এ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার (৯ মে) দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ইবিতে মোট ৮,৮৬০ জন পরীক্ষার্থী অংশ নেবে। পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে ইবনে সিনা ভবন, খাদ্য প্রযুক্তি ও বিজ্ঞান অনুষদ, রবীন্দ্র নজরুল কলা ভবন, অনুষদ ভবন, ব্যবসায় অনুষদ ভবন এবং মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা চলবে, তবে শিক্ষার্থীরা সকাল ১০টা থেকেই কেন্দ্রে প্রবেশ করতে পারবে। সার্বিক কার্যক্রম তদারকি করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ভর্তি পরীক্ষার শৃঙ্খলা রক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শাহীনুজ্জামান জানান, “পূর্বের অভিজ্ঞতার আলোকে এবারও আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, ট্রাফিক পুলিশ এবং ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকবে। এছাড়া, মেডিকেল টিমসহ অন্যান্য সেবামূলক ইউনিট সার্বক্ষণিক তৎপর থাকবে।”
তিনি আরও বলেন, “এবার পরীক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। আমরা সর্বোচ্চ সতর্কতা নিশ্চিত করেছি, যাতে নিরবচ্ছিন্ন ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণ করা যায়।”

এছাড়াও শিক্ষার্থীদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও রোভার স্কাউটস গ্রুপ সার্বক্ষণিক কাজ করবে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ছাত্র সংগঠনের উদ্যোগে পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য থাকবে ‘অভিভাবক কর্নার’, বিশুদ্ধ পানির বোতল বিতরণ ও প্রাথমিক চিকিৎসা সেবা। পরীক্ষা যেন নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মৃত্যুদণ্ড বজায় রেখে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন

গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ঘিরে প্রস্তুত ইবি

আপডেট সময় : ০৯:০৮:৫৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ‘এ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার (৯ মে) দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ইবিতে মোট ৮,৮৬০ জন পরীক্ষার্থী অংশ নেবে। পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে ইবনে সিনা ভবন, খাদ্য প্রযুক্তি ও বিজ্ঞান অনুষদ, রবীন্দ্র নজরুল কলা ভবন, অনুষদ ভবন, ব্যবসায় অনুষদ ভবন এবং মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা চলবে, তবে শিক্ষার্থীরা সকাল ১০টা থেকেই কেন্দ্রে প্রবেশ করতে পারবে। সার্বিক কার্যক্রম তদারকি করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ভর্তি পরীক্ষার শৃঙ্খলা রক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শাহীনুজ্জামান জানান, “পূর্বের অভিজ্ঞতার আলোকে এবারও আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, ট্রাফিক পুলিশ এবং ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকবে। এছাড়া, মেডিকেল টিমসহ অন্যান্য সেবামূলক ইউনিট সার্বক্ষণিক তৎপর থাকবে।”
তিনি আরও বলেন, “এবার পরীক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। আমরা সর্বোচ্চ সতর্কতা নিশ্চিত করেছি, যাতে নিরবচ্ছিন্ন ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণ করা যায়।”

এছাড়াও শিক্ষার্থীদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও রোভার স্কাউটস গ্রুপ সার্বক্ষণিক কাজ করবে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ছাত্র সংগঠনের উদ্যোগে পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য থাকবে ‘অভিভাবক কর্নার’, বিশুদ্ধ পানির বোতল বিতরণ ও প্রাথমিক চিকিৎসা সেবা। পরীক্ষা যেন নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।